scorecardresearch
 
Advertisement
পশ্চিমবঙ্গ

Bengal Winter Update 2022 : বঙ্গোপসাগরে বিপরীত ঘূর্ণাবর্তের জেরে বাড়বে তাপমাত্রা, কবে?

প্রতীকী ছবি
  • 1/8

এই মুহূর্তে রাজ্যে মেজার কোন ওয়েদার সিস্টেম নেই। শুধুমাত্র উত্তর-পশ্চিম দিক দিয়ে একটা বায়ু প্রবাহিত হচ্ছে। ফলে ২৩ তারিখ অর্থাৎ আগামিকাল শুক্রবার পর্যন্ত আহাওয়ায় বিশেষ কোনও বড়সড় পরিবর্তন দেখা যাবে না, জানাল আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Office)। 

প্রতীকী ছবি
  • 2/8

এই পরিস্থিতিতে উত্তর ও দক্ষিণবঙ্গে যেমন ঠান্ডা রয়েছে, তেমনটাই বজায় থাকবে বলে জানাচ্ছে হাওয়া অফিস। 

প্রতীকী ছবি
  • 3/8

আজ কলকাতা (Kolkata) ও সংলগ্ন এলাকায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা আরও কমে দাঁড়াল ১৪.৮ ডিগ্রি সেলসিয়াসে। এই সপ্তাহের শুরু থেকে ক্রমশই নামতে দেখা গিয়েছে তাপমাত্রা।

Advertisement
প্রতীকী ছবি
  • 4/8

তবে ২৩ তারিখের পর উত্তর ও দক্ষিণবঙ্গের (South Bengal) সব জেলাতেই তাপমাত্রা বাড়তে পারে প্রায় দুই থেকে চার ডিগ্রি।

আরও পড়ুন - রাতে ঘুমের আগে করুন সহজ ৩ কাজ, ওজন কমবে হুড়মুড়িয়ে

প্রতীকী ছবি
  • 5/8

আসলে ২৪ তারিখ নাগাদ বঙ্গোপসাগরের (Bay Of Bengal) নর্থ বে রিজিয়ানে একটি বিপরীত ঘূর্ণাবর্ত তৈরি হয়ে প্রচুর পরিমানে আর্দ্রতার প্রবেশ হবে। আর বাড়তে শুরু করবে তাপমাত্রা। 

প্রতীকী ছবি
  • 6/8

এক্ষেত্রে বড়দিনে রাজ্যের সমস্ত জেলাতেই তাপমাত্রা বেড়ে গিয়ে ঠান্ডা কমে যাবে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। 

প্রতীকী ছবি
  • 7/8

হাওয়া আফিস আরও জানাচ্ছে আজ ও আগামিকাল নাগাদ উত্তরবঙ্গের (North Bengal) উত্তর দিনাজপুর ও মালদায় থাকতে পারে ঘন কুয়াশা। পাশাপাশি উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতেও মাঝারি ধরনের কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে। 

Advertisement
প্রতীকী ছবি
  • 8/8

অন্যদিকে দক্ষিণবঙ্গেও আজ ও আগামিকাল হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশার সম্ভাবনা রয়েছে। 

Advertisement