আগামী ৩-৪ দিন উত্তর (North Bengal) ও দক্ষিণবঙ্গে (South Bengal) কোথাও তেমন কোনও বৃষ্টির সম্ভাবনা নেই, বৃহস্পতিবার এমনটাই জানাল আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Office)।
তবে প্রথম দুদিন দার্জিলিং ও কালিম্পং-এ মেঘলা আকাশ এবং সঙ্গে খুব সমান্য বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে হাওয়া অফিস।
আলিপুর আবহাওয়া দফতর আরও জানাচ্ছে, উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গে আগামী ৩-৪ দিন রাতের তাপমাত্রা ধীরে ধীরে কমবে, ফলে ঠান্ডা অনুভূত হবে।
জেলায় এর প্রভাব বেশি দেখা যাবে। তবে ২৯-৩০ তারিখ নাগাদ দক্ষিণ আন্দামান সাগরে একটা নিম্নচাপ সৃষ্টি হতে পারে বলে জানাচ্ছে হাওয়া অফিস।