scorecardresearch
 
Advertisement
পশ্চিমবঙ্গ

২৬-এ আছড়ে পড়তে চলেছে 'যশ', মৎস্যজীবীদের ফেরার নির্দেশ

cyclone yash
  • 1/9

তাওতের  তাণ্ডবের রেশ কাটতে না কাটতেই আরও এক সাইক্লোনের ভ্রুকুটি। যার নজর আবার বাংলার দিকে।

cyclone yash
  • 2/9

হাওয়া অফিস বলছে  আগামী ২২ শে মে উত্তর  আন্দামান সমুদ্রে এবং পূর্ব মধ্য বঙ্গোপসাগরের উপর একটি নিম্নচাপ তৈরি হতে চলেছে। পরবর্তীকালে এটি আরেকটু শক্তি বাড়িয়ে ২৩  তারিখের মধ্যে ঘূর্ণিঝড়ে পরিণত হবে।

cyclone yash
  • 3/9

২৬  তারিখ এই ঘূর্ণিঝড় উত্তর-পশ্চিম দিকে এগোবে অর্থাৎ পশ্চিমবঙ্গ এবং ওড়িশা উপকূলের দিকে আসবে। ২৬  তারিখ সন্ধেবেলা এই ঝড় উপকূলে প্রবেশ করবে।
 

Advertisement
cyclone yash
  • 4/9

এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের উপকূলের সমস্ত মৎস্যজীবীদের ২৪ তারিখ থেকে সমুদ্রে  মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছে।যারা ইতিমধ্যে মাছ ধরতে গেছেন তাদেরকে ২৩  তারিখের মধ্যে ফেরত আসার নির্দেশ দেওয়া হচ্ছে।

cyclone yash
  • 5/9

২৫  তারিখ সন্ধ্যা বেলার পর থেকে পশ্চিমবঙ্গের উপকূলের জেলাগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টি শুরু হবে।  ২৫  তারিখের পর থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের সব জেলাতেই বৃষ্টি বাড়তে থাকবে।

cyclone yash
  • 6/9

এদিকে  দক্ষিণবঙ্গের  প্রত্যেকটা জেলাতে আগামী ৭২ ঘণ্টায়  বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি হবে। ২২ তারিখ বৃষ্টি একটু কমবে। তারপর ২৫  তারিখে বাড়তে থাকবে বৃষ্টির পরিমাণ। উত্তরবঙ্গের জেলাগুলির ক্ষেত্রেও ঝড় বৃষ্টি চলবে।

weather update
  • 7/9

কলকাতায় ২৩ তারিখ পর্যন্ত তাপমাত্রা ৩৭ ডিগ্রির আশেপাশে থাকবে। ২৩ তারিখের পর দিনের তাপমাত্রা অনেকটাই কমবে।
 

Advertisement
cyclone yash
  • 8/9

প্রসঙ্গত, গতবছর মে মাসে তাণ্ডব চালিয়েছিল আমফান।  তছনছ হয়েছিল সুন্দরবন এলাকা। ঝড়ে ব্যাপক ক্ষতি হয়েছিল কলকাতাতেও। করোনা আবহে ঘূর্ণিঝড়ের তাণ্ডবে সমস্যায় পড়েছিলেন বঙ্গবাসীরা।

cyclone yash
  • 9/9

আবারও করোনা আবহে বাংলায় শেষমেশ ঘূর্ণিঝড় আছড়ে পড়লে ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। মনে করা হচ্ছে এই ঘূর্ণিঝড়ের অভিমুখ রয়েছে সুন্দরবনের দিকে। তারপর অভিমুখ  পরিবর্তন করে বাংলাদেশের দিকে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।  এই ঘূর্ণিঝড়ের  নামকরণ করা হয়েছে যশ। 

Advertisement