scorecardresearch
 
Advertisement
পশ্চিমবঙ্গ

Weather Update Of Bengal : তাপমাত্রা বাড়ল, আবারও বৃষ্টির সম্ভাবনা নাকি ফিরবে শীত?

প্রতীকী ছবি
  • 1/7

বঙ্গে আবারও বাড়ল তাপমাত্রা। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Office) জানাচ্ছে গতকালের মতো আজ বৃহস্পতিবারও শহর কলকাতা (Kolkata) ও সংলগ্ন এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা ২৫.১ সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ২ ডিগ্রি কম। 

প্রতীকী ছবি
  • 2/7

তবে দিনের সর্বনিম্ন তাপমাত্রা গতকালের চেয়ে প্রায় ১ ডিগ্রি বেড়েছে। সেক্ষেত্রে এদিনের সর্বনিম্ন তাপমাত্রা ১৭.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ৩ ডিগ্রি বেশি। 

প্রতীকী ছবি
  • 3/7

একইসঙ্গে হাওয়া অফিস জানাচ্ছে, এদিন সকালের দিকে কোথাও কোথাও আংশিক মেঘলা আকাশ বা কুয়াশার দাপট থাকবে।

Advertisement
প্রতীকী ছবি
  • 4/7

প্রসঙ্গত, গতকাল পর্যন্তও রাজ্যের বিভিন্ন জেলায় চলেছে বৃষ্টি। তবে হাওয়া অফিস জানাচ্ছে, আপাতত নতুন করে আর কোনও বৃষ্টির সম্ভাবনা নেই। যদিও মেঘলা আকাশ বজায় থাকবে। সঙ্গে থাকবে কুয়াশার দাপট। 

প্রতীকী ছবি
  • 5/7

সেইমতো বৃহস্পতিবার সকালেও বিভিন্ন জায়গার আকাশ আংশিক মেঘলা দেখা যায়। পাশাপাশি কুয়াশার জেরে কমে যায় দৃশ্যমানতাও। 

প্রতীকী ছবি
  • 6/7

হাওয়া অফিস অবশ্য আগে তাপমাত্রা কমার পূর্বাভাস দিয়েছিল। কিন্তু বাস্তবে বৃহস্পতিবার দেখা যায় বেড়ে গিয়েছে সর্বনিম্ন তাপমাত্রা। 

প্রতীকী ছবি
  • 7/7

তাপমাত্রা বেড়ে যাওয়ায় চিন্তিত শীতপ্রেমীরা। ফের কবে জাঁকিয়ে ঠান্ডা পড়বে তা নিয়েও তৈরি হয়েছে প্রশ্ন। 

Advertisement