বিদায় নিয়েছে পশ্চিমী ঝঞ্ঝা, তাই আগামী ২-৩ দিনের মধ্যে ফের একবার শীত ফিরতে চলছে বাংলায়। এমনটাই আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা যাচ্ছে।
বৃহস্পতিবার সকাল থেকেই কলকাতা ও সংলগ্ন এলাকার আকাশ মোটামুটিভাবে পরিষ্কার। সেই সঙ্গে বইছে উত্তরে হাওয়া।
আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী তিনদিন তাপমাত্রায় বড় পরিবর্তন হতে পারে। তাপমাত্রা ৩-৫ ডিগ্রি পর্যন্ত নামতে পারে। পাশাপাশি বিভিন্ন জেলায় কুয়াশার পূর্বাভাসও দেওয়া হয়েছে আবহাওয়া দফতরের তরফ থেকে।
হাওয়া অফিস বলছে, আগামী পাঁচ দিন দক্ষিণবঙ্গের আবহাওয়া শুষ্ক থাকবে। কোন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই।
উত্তরবঙ্গের ক্ষেত্রে প্রথম দিন হালকা বৃষ্টির দেখা মিলতে পারে কালিম্পং, জলপাইগুড়ি ,আলিপুরদুয়ার, কোচবিহার ও দার্জিলিং জেলায়।
তাপমাত্রা ২৮,২৯ ও ৩০ তারিখ উত্তর ও দক্ষিণবঙ্গে আরো দুই থেকে তিন ডিগ্রি কমবে। কলকাতায় তাপমাত্রা আবার ১২-তে নামার সম্ভাবনা।
আলিপুর হাওয়া অফিস বলছে, আগামী তিনদিন শীতের আমেজ বজায় থাকবে দুই বঙ্গে। তবেতিন দিন পর থেকে আরেকটি পশ্চিমী ঝঞ্ঝা আসছে উত্তর-পশ্চিম ভারতে, তার ফলে তাপমাত্রা আবারও বারবে।