scorecardresearch
 
Advertisement
পশ্চিমবঙ্গ

Bengal Winter Update: আরও পারদ পতনের পূর্বাভাস, ক'দিন চলবে কনকনে শীত? যা জানাল হাওয়া অফিস

West Bengal Winter Update
  • 1/9

পৌষের শীতে জুবুথুবু গোটা রাজ্য। প্রায় সব জায়গাতেই তাপমাত্রা নেমে গিয়েছে ১০ ডিগ্রি সেলসিয়াসের নীচে। আবহাওয়া দফতর জানাল,উত্তুরে হাওয়া ঢুকছে রাজ্যে। আরও কয়েকদিন থাকবে এমন হাড়কাঁপানো ঠান্ডা। 

West Bengal Winter Update
  • 2/9

আরও কদিন থাকবে এমন কনকনে শীত? হাওয়া অফিস জানিয়েছে, রাজ্যবাসীকে আরও কয়েক দিন ঠান্ডায় কাঁপতে হবে। আরও ৫ দিন থাকবে কনকনে শীত। দক্ষিণবঙ্গে সকালে থাকবে কুয়াশা। উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী কুয়াশা থাকবে। 

West Bengal Winter Update
  • 3/9

শুক্রবার কলকাতায় ১০ ডিগ্রি সেলসিয়াসের ঘরে নেমে গিয়েছিল শীত। শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা সামান্য বেড়ে হয়েছে ১২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে ২ ডিগ্রি সেলসিয়াস কম। আগামী ৩ দিন তাপমাত্রার কোনও বদল হবে না। সর্বোচ্চ তাপমাত্রা ২৩ থেকে ২৪ ডিগ্রি সেলসিয়াসে থাকতে পারে বলে পূর্বাভাস। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।   

Advertisement
West Bengal Winter Update
  • 4/9

হাওয়া অফিস জানিয়েছে, রাজ্যে হু হু করে ঢুকছে উত্তুরে হাওয়া। মঙ্গলবার পর্যন্ত আবহাওয়ার কোনও বদল হবে না। তাপমাত্রা ০.৫ বা ১ ডিগ্রি উপরে-নীচে হাতে পারে। 

West Bengal Winter Update
  • 5/9

উত্তরবঙ্গের ৩ জেলায় শৈত্য প্রবাহের মতো পরিস্থিতি তৈরি হচ্ছে। মালদা এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুর কুয়াশা থাকবে। দিনের তাপমাত্রা স্বাভাবিক থেকে অনেকটা কম থাকবে। ফলে শৈত্যপ্রবাহের পরিস্থিতি তৈরি হবে। দিনের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ৫ ডিগ্রি কম থাকবে। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১০ ডিগ্রির কাছাকাছি। 

West Bengal Winter Update
  • 6/9

শুধু উত্তরবঙ্গেই নয় দক্ষিণবঙ্গেও রয়েছে শৈত্য প্রবাহ পরিস্থিতির পূর্বাভাস। পুরুলিয়া ও পশ্চিম মেদিনীপুরে থাকবে শৈত্য প্রবাহের পরিস্থিতি। সেখানে তাপমাত্রা আরও কমতে পারে।  

West Bengal Winter Update
  • 7/9

কোচবিহারে থাকবে ঘন কুয়াশা। কুয়াশা থাকবে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার আর কালিম্পঙে। 

Advertisement
West Bengal Winter Update
  • 8/9

উপকূলের জেলাগুলিতে রাতের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ৩ ডিগ্রি কম থাকবে। 

West Bengal Winter Update
  • 9/9

গঙ্গাসাগরে সকালের দিকে কুয়াশা থাকবে। সেই সঙ্গে প্রতি ঘণ্টায় ১৫ থেকে ২০ কিলোমিটারে বইবে উত্তুরে হাওয়া। ১৫ জানুয়ারি পর্যন্ত আবহাওয়ায় কোনও পরিবর্তন হবে না।

Advertisement