scorecardresearch
 
Advertisement
উত্তরবঙ্গ

North Bengal Weather Forecast: উত্তরবঙ্গে মারাত্মক ঠান্ডা, বেলা ১২ টায় ঘরেই টুপি-মোজা-চাদর জড়াল মানুষ

শীতে জবুথবু উত্তরবঙ্গ
  • 1/8

North Bengal Weather Forecastসকাল সকালে ঝলমলে রোদ দিয়ে শুরু হয়েছে শনিবারের দিন। কিন্তু তা যে ছিল হাড়কাঁপানো  শীতের আগে সামান্য রিলিফ তা উত্তরবঙ্গের বাসিন্দারা বুঝতেই পারেননি। 

শীতে জবুথবু উত্তরবঙ্গ
  • 2/8

সকাল ১১ টার পর থেকেই তাপমাত্রা নামতে শুরু করে। দুপুর ঠিক ১২ টা থেকে শুরু হয় শৈত্যপ্রবাহ। রাস্তায় দূর অস্ত, ঘরে বসে টুপি,মাফলার,হাতমোজা পরে থাকতে হয়েছে।

শীতে জবুথবু উত্তরবঙ্গ
  • 3/8

শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, মালদা, রায়গঞ্জ, বালুরঘাট সব জায়গায় ঠান্ডা ছিল হাড় কাঁপানো। বেলা যত পড়েছে পাল্লা দিয়ে ঠান্ডা বেড়েছে।

Advertisement
শীতে জবুথবু উত্তরবঙ্গ
  • 4/8

পাহাড়ের দুই জেলা দার্জিলিং ও কালিম্পংয়ে ঠান্ডা ছিল ৭ ডিগ্রির কাছে। কালিম্পংয়ে খানিকটা বেশি। তবে জোলো হাওয়া আর উচ্চতার জন্য ঠান্ডা বেশি অনুভূত হয়েছে।

শীতে জবুথবু উত্তরবঙ্গ
  • 5/8

আশা থাকলেও এদিনও তুষারপাত হয়নি। তবে যে কোনও সময় তুষারপাত হতে পারে বলে মনে করছেন আবহাওয়া দফতরের বিশেষজ্ঞরা।

শীতে জবুথবু উত্তরবঙ্গ
  • 6/8

শনিবার দেওয়া উত্তরবঙ্গের জেলাগুলির আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ৪৮ ঘন্টা অর্থাৎ ৯ জানুয়ারি সোমবার সকালের মধ্যে উত্তরবঙ্গের সবকটি জেলারই আবহাওয়া শুকনো থাকবে। 

শীতে জবুথবু উত্তরবঙ্গ
  • 7/8

তবে কুয়াশা থাকবে অনেক জায়গায়। তেমন কোনও পূর্বাভাস নেই। হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গে আগামী ৪৮ ঘন্টায় রাতের তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন হবে না।

 

Advertisement
শীতে জবুথবু উত্তরবঙ্গ
  • 8/8

তবে পরের দুদিনে তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। এমনটাই জানানো হয়েছে আবহাওয়া দফতরের পূর্বাভাসে। 

Advertisement