scorecardresearch
 
Advertisement
পশ্চিমবঙ্গ

Bengal Winter Update: কবে থেকে বাড়বে তাপমাত্রা? জানাল হাওয়া অফিস

West Bengal Winter Update
  • 1/10

কনকনে ঠান্ডায় কাঁপছে গোটা রাজ্য। শুক্রবার ছিল মরসুমের শীতলতম দিন। তার পর সামান্য তাপমাত্রা বাড়লেও বিশেষ  হেরফের হয়নি। আরও কদিন থাকবে শীত? 

West Bengal Winter Update
  • 2/10

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আরও কিছু দিন রাজ্যে জাঁকিয়ে শীত থাকবে।   তার সঙ্গত দেবে কুয়াশা। রাজ্যের সব জেলায় সকালবেলায় থাকবে ঘন কুয়াশা। আগামী দুদিন ঘন কুয়াশার সতর্কবার্তা রয়েছে উত্তরবঙ্গে। 

West Bengal Winter Update
  • 3/10

সেই সঙ্গে মালদা, উত্তর এবং দক্ষিণ দিনাজপুর, পুরুলিয়া ও পশ্চিম মেদিনীপুর- পাঁচ জেলায় রয়েছে শৈত্য়প্রবাহের পূর্বাভাস। 

Advertisement
West Bengal Winter Update
  • 4/10

কবে বাড়বে তাপমাত্রা? 

হাওয়া অফিস জানিয়েছে,আগামী ৩ দিন রাতের তাপমাত্রার খুব একটা পরিবর্তন কিছু নেই। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে ৩ দিন পর ১২ জানুয়ারি থেকে তাপমাত্রা কিছুটা বাড়ার সম্ভাবনা থাকছে।

West Bengal Winter Update
  • 5/10

জেলায় জেলায় তাপমাত্রা নেমে গিয়েছে এক অঙ্কের ঘরে। রবিবার দার্জিলিঙের সর্বনিম্ন তাপমাত্রা ৭.২ ডিগ্রি সেলিসিয়াস। দার্জিলিঙের সঙ্গে গতকাল পাল্লা দিয়েছিল পুরুলিয়া। এ দিন কালিম্পং, পুরুলিয়া ও বর্ধমানে পারদ নেমেছে  ৯ ডিগ্রিতে। 

West Bengal Winter Update
  • 6/10

রবিবার মালদহের সর্বনিম্ন তাপমাত্রা ৯.১ ডিগ্রি সেলসিয়াস। তাছাড়া  জলপাইগুড়িতে পারদ নেমেছে ৯.৩ ডিগ্রিতে। কোচবিহারের সর্বনিম্ন তাপমাত্রা ১০.২ ডিগ্রি। ৯.২ ডিগ্রি সর্বনিম্ন তাপমাত্রা কৃষ্ণনগরে। শ্রীনিকেতনে ৯.৩ ডিগ্রি ও বাঁকুড়ায় ৯.৮ ডিগ্রি সর্বনিম্ন তাপমাত্রা। 

West Bengal Winter Update
  • 7/10

বালুরঘাটের তাপমাত্রা ১০ ডিগ্রি। একই তাপমাত্রা কাঁথি ও বারাকপুরের। মেদিনীপুরের পারদ নেমেছে ১০.৫ ডিগ্রিতে। 

Advertisement
West Bengal Winter Update
  • 8/10

১০.৪ ডিগ্রি সর্বনিম্ন তাপমাত্রা  উলুবেড়িয়ায়। ক্যানিংয়ের তাপমাত্রা ১১ ডিগ্রি সেলসিয়াস। আর  ডায়মন্ড হারবারের শীতের পারদ ১১.৪ ডিগ্রি সেলসিয়াস।
 

West Bengal Winter Update
  • 9/10

শুক্রবার কলকাতায় পারদ নেমেছিল ১০ ডিগ্রিতে। তার পর থেকে ১২ ডিগ্রির আশপাশেই রয়েছে। রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১২.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে ২ ডিগ্রি কম।  আপাতত এই তাপমাত্রাই থাকবে।

West Bengal Winter Update
  • 10/10

উত্তরবঙ্গের ক্ষেত্রে আগামী ২ দিন সকালের দিকে ঘন কুয়াশার সতর্কতা থাকছে। পাশাপাশি দিনের তাপমাত্রা সামান্য কম থাকবে।

Advertisement