অবশেষে পাকাপাকিভাবে বিদায় নিল শীত। শেষ কয়েকদিন মাঝে মাঝে নামছিল তাপমাত্রা। তবে এবার গরম মালুম হচ্ছে রাজ্যবাসীর। দিনের পাশাপাশি রাতের তাপমাত্রাও ঊর্ধ্বমুখী।
আবহাওয়া দফতর জানিয়েছে,বাড়বে রোদের আঁচ। সেই সঙ্গে অস্বস্তিও বাড়বে। আংশিক মেঘলা আকাশ থাকবে। আগামী ৪-৫ দিন এমন আবহাওয়াই থাকবে।
আর আবহাওয়া কমার সম্ভাবনা নেই বলেই জানাল হাওয়া অফিস। গত সোমবার ফেব্রুয়ারির উষ্ণতম দিন ছিল। গরম আরও বাড়তে পারে। কারণ দেশের বিভিন্ন অংশে চলছে তাপপ্রবাহ। সেই সব জায়গায় তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ৬-৯ ডিগ্রি সেলসিয়াস বেশি।
দিন কয়েক আগেও ছিল শীতের আমেজ। তাপমাত্রা হঠাৎ নেমে গিয়েছিল। গত কয়েক দিনে শীতের আমেজ উধাও। অস্বস্তি বোধ হচ্ছে।
দক্ষিণবঙ্গে কোথাও বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। বাড়বে তাপমাত্রা। রাতের দিকে গরম কিছুটা কম হলেও অস্বস্তি থাকবে।
উত্তরবঙ্গের ক্ষেত্রে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে। আগামী ৪৮ ঘন্টায় দার্জিলিং আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার এবং কালিম্পঙে বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গের ক্ষেত্রেও তাপমাত্রা যেমন চলছে তেমনই বজায় থাকবে।
কলকাতায় দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে প্রায় ৪ ডিগ্রি সেলসিয়াস বেশি। এর ফলে দিনের বেলা অনেকটাই গরম অনুভূত হবে।