ফাল্গুনের শুরুতেই গ্রীষ্মের আগমনী বার্তা বঙ্গে। শহর কলকাতায় ভ্যাপসা গরম পড়তে শুরু করে দিয়েছে ফেব্রুয়ারিতেই।
তবে সকালের দিকে খুব হালকা একটা ঠান্ডার অনুভূতি রয়েছে এখনও। যদিও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদের তেজ বাড়ছে। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, এই অস্বস্তি আরও বাড়বে আগামী দিনে।
আবহাওয়া দফতরের খবর অনুযায়ী, চলতি সপ্তাহেই তাপমাত্রা প্রায় ৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ ভ্যাপসা গরম আর আর্দ্রতাজনিত অস্বস্তিতেই কাটবে দিনগুলি।
গতকাল, বুধবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৩ ডিগ্রি সেলসিয়াস। দুটোই স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি বেশি। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২২.৮ ডিগ্রি সেলসিয়াস, এটাও স্বাভাবিকের ৪ ডিগ্রি বেশি।
কলকাতা, উত্তর ২৪ পরগনা এবং দক্ষিণ ২৪ পরগনা সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় সকাল থেকে রোদের তেজ লক্ষ্য করা যায়।
উত্তরবঙ্গের কয়েকটি জেলায় হালকা বৃষ্টি হতে পারে। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী আগামী ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে। পশ্চিমী ঝঞ্ঝার জেরেই এই বৃষ্টিপাতের সম্ভাবনা।
উত্তরবঙ্গে রাতের তাপমাত্রা বৃদ্ধির এখনি কোনও সম্ভাবনা নেই। তবে আগামীতে উত্তরবঙ্গেও তাপমাত্রা বৃদ্ধি পাবে।
উত্তরে বৃষ্টি হলেও দক্ষিণবঙ্গের ক্ষেত্রে গরম পড়তে শুরু করবে। পূর্ব মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলির কোনও কোনও জায়গায় হাল্কা কুয়াশা থাকতে পারে। তবে উত্তরবঙ্গের মতোই আগামী কয়েকদিন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে রাতের তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন হবে না।
এদিকে দক্ষিণবঙ্গে উপকূলবর্তী অঞ্চলে দক্ষিণা বাতাস বইছে। তার জেরে পূর্ব মেদনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, কলকাতায় ভোরের দিকে হালকা মেঘলা আকাশ দেখা যাচ্ছে। এটা বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কমে যাচ্ছে। রোদ বাড়ছে।
হাওয়া অফিস জানিয়ে দিয়েছে, কলকাতা সহ দক্ষিণবঙ্গে গরম ও সঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় বেলা বাড়লেই অস্বস্তি বাড়বে।