Advertisement
পশ্চিমবঙ্গ

Bengal Weather Mocha Cyclone Effect: সম্ভাব্য ঘূর্ণিঝড়ের দোসর অক্ষরেখা, রবি থেকে বৃষ্টি শুরু ৯ জেলায়

  • 1/10

সাইক্লোন মোকা নিয়ে জল্পনার অন্ত নেই। কবে  ল্যান্ডফল করবে ঘূর্ণিঝড়? কতটাই বা শক্তিশালী হবে? এমন নানা প্রশ্ন। আবহাওয়া দফতরের এখনও পর্যন্ত যা আপডেট, ঘূর্ণিঝড় মোকা তৈরির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে বঙ্গোপসাগরে।

  • 2/10

হাওয়া অফিস জানাল, শনিবার একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায়। আগামী ৪৮ ঘণ্টায় তা পরিণত হবে নিম্নচাপে। ৯ মে মঙ্গলবার তা হবে গভীর নিম্নচাপ। তার পর তার গতি থাকবে উত্তর দিকে। পরিণত হবে সাইক্লোন। 

  • 3/10

১০ মে পরবর্তী আপডেট দেওয়া হবে। সোমবার থেকে বুধবার পর্যন্ত আন্দামানে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে বইতে পারে ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া। বুধবার ঝোড়ো হাওয়ার বেগ থাকবে ৮০ থেকে ৯০ কিলোমিটার। 

Advertisement
  • 4/10

বর্তমানে বাংলার উপর দিয়ে রয়েছে একটি অক্ষরেখা। যার অবস্থান সিকিম থেকে ঝাড়খণ্ড পর্যন্ত। এর ফলে উত্তরবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা। 

  • 5/10

বৃষ্টি হতে পারে সিকিম, দার্জিলিং কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে। রবিবার থেকে উত্তরবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে।

  • 6/10

রবিবার থেকে দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ, বীরভূম, দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে বজ্রবিদ্যুত-সহ বৃষ্টির সম্ভাবনা।

  • 7/10

দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতে থাকবে শুষ্ক আবহাওয়া। রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। উল্টে দক্ষিণবঙ্গে তাপমাত্রা খানিকটা বাড়তে পারে।

Advertisement
  • 8/10

আগামী পাঁচ দিনে ৩ থেকে ৫ ডিগ্রি তাপমাত্রা বাড়বে। কলকাতায়  ৩৮ থেকে ৩৯ ডিগ্রি সেলসিয়াস থাকবে গরম। তাপপ্রবাহের সম্ভাবনা নেই।

  • 9/10

কলকাতায় আজ তাপমাত্রা রেকর্ড ৩৬ ডিগ্রি সেলসিয়াস। বুধবার ৩৮ থেকে ৩৯ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছতে পারে। 

  • 10/10

পশ্চিমে জেলাগুলিতে তাপমাত্রা থাকতে পারে ৪০ থেকে ৪১ ডিগ্রি সেলসিয়াস। 

Advertisement