scorecardresearch
 
Advertisement
পশ্চিমবঙ্গ

Cyclone Mocha 2023 Effects In Bengal : ঘূর্ণিঝড় মোকা কোন পথে আসবে-রাজ্যে কেমন প্রভাব? BIG UPDATE

প্রতীকী ছবি
  • 1/8

ঘূর্ণিঝড় মোকা (Cyclone Mocha 2023) নিয়ে বড়সড় আপডেট দিল আলিপুর আবহাওয়া দফতর। রবিবার সাংবাদিক বৈঠকে হাওয়া অফিস জানায়, গতকাল দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে যে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছিল, আজ সেটি দক্ষিণ পূর্ব বঙ্গোসগার ও সংলগ্ন আন্দামান সাগরে রয়েছে। 

প্রতীকী ছবি
  • 2/8

৮ তারিখ একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর ও সংলগ্ন দক্ষিণ আন্দামান সাগরে। ৯ তারিখ আরও ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভবনা রয়েছে। 

প্রতীকী ছবি
  • 3/8

এরপর সেটি উত্তর দিকে এগিয়ে পৌঁছতে পারে উত্তর আন্দামান সাগর ও মধ্য বঙ্গোপাগরে। সেখানে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। এর ফলে আন্দামান নিকোবর উপকূলে ভারী থেকে অতিভারী বৃষ্টি, কোথাও কোথাও অত্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে বইতে পারে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া, যা ৮০ কিলোমিটার প্রতি ঘণ্টা পর্যন্ত পৌঁছতে পারে।

Advertisement
প্রতীকী ছবি
  • 4/8

এর জেরে ৭ ও ৮ তারিখ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার মধ্যে ৮ তারিখ শুধু নিকোবরে হতে পারে ভারী বৃষ্টি। ৯ তারিখ নিকোবরে ভারী থেকে অতিভারী এবং আন্দামানে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 

প্রতীকী ছবি
  • 5/8

১০ ও ১১ তারিখ আন্দামান-নিকোবরে ভারী থেকে অতিভারী, কোথাও কোথাও অত্যন্ত ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি উত্তাল থাকবে সমুদ্র। 

আরও পড়ুন - হিরোর ইলেকট্রিক স্কুটারের দাম এক ধাক্কায় কমল ২৫ হাজার টাকা, বুকিং মাত্র ৪৯৯ টাকায়

প্রতীকী ছবি
  • 6/8

এই পরিস্থিতিতে ১২ তারিখ পর্যন্ত মৎস্যজীবীদের আন্দামান সাগরে মাছ ধরতে যাওয়ার ওপরে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আর যাঁরা ইতিমধ্যেই সমুদ্রে মাছ ধরতে গিয়েছেন তাঁদেরও আজ সন্ধ্যার মধ্যে ফিরে আসার কথা বলা হয়েছে। 

প্রতীকী ছবি
  • 7/8

তবে ঘূর্ণিঝড় তৈরির পূর্বাভাস থাকলেও ১১ তারিখ পর্যন্ত রাজ্যের উপকূলে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। সেই সঙ্গে বাড়তে থাকবে দিনের তাপমাত্রা। 

Advertisement
প্রতীকী ছবি
  • 8/8

১০ তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় দিনের তাপমাত্রা বাড়বে। ১-২ দিনের মধ্যে পশ্চিমের জেলাগুলির তাপমাত্রা ৪০ ডিগ্রিতে সেলসিয়াসে পৌঁছতে পারে বলে পূর্বাভাস হাওয়া অফিসের। 

Advertisement