ভরা মাঘ। অথচ চারপাশ দেখে কে বলবে! জানুয়ারির শুরুতেই মারকাটারি ইনিংস শুরু করেছিল শীত। কিন্তু জানুয়ারি মাস শেষ হওয়ার মুখে বাংলা থেকে রীতিমতো উধাও শীত। পারদ ঊর্ধ্বমুখী। সরস্বতী পুজোয় কেমন থাকবে আবহাওয়া?
ফেব্রুয়ারি আসার আগেই বাংলা থেকে উধাও শীত। সকালেই রীতিমতো গরম লাগছে। বেলা বাড়তে আরও বাড়ছে উষ্ণতা। গরম পোশাক আর পরতে হচ্ছে না। অথচ এটা ভরা মাঘ।
সকালে কুয়াশাচ্ছন্ন থাকলেও বেলা বাড়তে বাড়তে পরিষ্কার হয়েছে আকাশ। সরস্বতী পুজোর দিনও আবহাওয়ার তেমন কোনও পরিবর্তন হবে না। একই আবহাওয়া থাকবে।
সরস্বতী পুজোর দিনও থাকবে পরিষ্কার আকাশ। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। তা চুটিয়ে ঘুরতে পারেন যুগলরা।
কেন ভরা মাঘে ঊর্দ্ধমুখী তাপমাত্রা? হাওয়া অফিস জানিয়েছে, বঙ্গোপসাগরেবিপরীত ঘূর্ণাবর্তের জেরে বাংলায় জলীয় বাষ্প প্রবেশ করবে। সেই সঙ্গে পশ্চিমি ঝঞ্ঝায় কমেছে উত্তুরে হাওয়ার দাপটও। সেজন্য তাপমাত্রা বাড়তে শুরু করছে।
আবহাওয়া অফিস আগেই জানিয়েছিলেন, ২৩ জানুয়ারি থেকে শীত বাড়তে শুরু করবে। ২০ ডিগ্রির কাছাকাছি চলে যেতে পারে সর্বনিম্ন তাপমাত্রা।
দক্ষিণবঙ্গের জেলাগুলি থেকেও ধীরে ধীরে উধাও হচ্ছে শীত। পশ্চিমের জেলাগুলিতেও ঠান্ডা আর নেই। উত্তরবঙ্গেও কমেছে শীত। তবে তাঁরা আরও কয়েকদিন ঠান্ডা অনুভূব করতে পারবেন বলে জানিয়েছে হাওয়া অফিস।