scorecardresearch
 
Advertisement
পশ্চিমবঙ্গ

Saraswati Puja Weather: এবারের সরস্বতী পুজোয় উধাও শীত, আগামী সপ্তাহে তাপমাত্রা কমবে?

Weather
  • 1/8

তাপমাত্রা আরও বাড়ল কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায়। সেইসঙ্গে  ভোর থেকে ঘন কুয়াশায় ঢাকল কলকাতা শহর ও শহরতলীর বিভিন্ন জায়গা। তবে বেলা বৃদ্ধির সঙ্গে সঙ্গে দৃশ্যমানতার উন্নতি হবে। তাপমাত্রা বৃদ্ধির কারণেই এই পরিস্থিতি, এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর।
 

Weather
  • 2/8

যেভাবে দিন দিন উষ্ণতার পারদ চড়ছে তাতে শীতের  বিদায় মোটামুটি নিশ্চিত। মঙ্গলবার সকালে কলকাতা শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮.৭ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি বেশি। বুধবারও তাতে পরিবর্তন হল না। এদিন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ১৮.৫ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের ৪ ডিগ্রি বেশি।

 
 

 

 

Weather
  • 3/8

জানুয়ারির শুরুতে বেশ জাঁকিয়ে শীত পড়লেও জানুয়ারির মাঝামাঝি থেকে শীত প্রায় উধাও। পশ্চিমী ঝঞ্ঝা ও বিপরীত ঘূর্ণাবর্তের  জেরেই দক্ষিণবঙ্গ থেকে  বিদায় নিতে চলেছে শীত। 

Advertisement
Weather
  • 4/8

এদিকে রাত পোহালেই সরস্বতী পুজো। কেমন কাটবে বাঙালির ভ্যালেন্টাইন্স ডে।  শীতের নামগন্ধ নাও থাকতে পারে এবার সরস্বতী পুজোতে । তেমনই ইঙ্গিত দিচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। 
 

Weather
  • 5/8

দক্ষিণবঙ্গে আগামী ৪/৫ দিন শুষ্ক আবহাওয়া থাকবে। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। তাপমাত্রা বাড়বে। রাতে তাপমাত্রা স্বাভাবিকের থেকে তিন চার ডিগ্রি উপরে থাকবে।

Weather
  • 6/8

উত্তরবঙ্গে আগামী তিন দিন একই রকম আবহাওয়া থাকবে । তারপর থেকে পরবর্তী দু-তিন দিনে তাপমাত্রা বাড়বে দুই থেকে তিন ডিগ্রি। আগামী ২৪ ঘন্টায় উত্তরবঙ্গের জেলাগুলির কোনও কোনও জায়গায় হাল্কা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
 

Weather
  • 7/8

 কলকাতা ও তাঁর পার্শ্ববর্তী এলাকায় চলতি সপ্তাহে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩১ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৯ ডিগ্রি সেলসিয়াস।
 

Advertisement
Weather
  • 8/8

আগামী সপ্তাহেও তাপমাত্রা কমার কোনও লক্ষণ দেখা যাচ্ছে না। আলিপুর আবহাওয়া দফতর  জানিয়েছে,  সক্রিয় পশ্চিমী ঝঞ্ঝা উত্তর পশ্চিম ভারতে রয়েছে। আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা শুক্রবার ঢুকবে উত্তর-পশ্চিম ভারতে। একের পর এক পশ্চিমী ঝঞ্ঝায় কার্যত  উত্তুরে হাওয়া থমকে গেছে। 

Advertisement