তাপমাত্রা আরও বাড়ল কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায়। সেইসঙ্গে ভোর থেকে ঘন কুয়াশায় ঢাকল কলকাতা শহর ও শহরতলীর বিভিন্ন জায়গা। তবে বেলা বৃদ্ধির সঙ্গে সঙ্গে দৃশ্যমানতার উন্নতি হবে। তাপমাত্রা বৃদ্ধির কারণেই এই পরিস্থিতি, এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর।
যেভাবে দিন দিন উষ্ণতার পারদ চড়ছে তাতে শীতের বিদায় মোটামুটি নিশ্চিত। মঙ্গলবার সকালে কলকাতা শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮.৭ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি বেশি। বুধবারও তাতে পরিবর্তন হল না। এদিন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ১৮.৫ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের ৪ ডিগ্রি বেশি।
জানুয়ারির শুরুতে বেশ জাঁকিয়ে শীত পড়লেও জানুয়ারির মাঝামাঝি থেকে শীত প্রায় উধাও। পশ্চিমী ঝঞ্ঝা ও বিপরীত ঘূর্ণাবর্তের জেরেই দক্ষিণবঙ্গ থেকে বিদায় নিতে চলেছে শীত।
এদিকে রাত পোহালেই সরস্বতী পুজো। কেমন কাটবে বাঙালির ভ্যালেন্টাইন্স ডে। শীতের নামগন্ধ নাও থাকতে পারে এবার সরস্বতী পুজোতে । তেমনই ইঙ্গিত দিচ্ছে আলিপুর আবহাওয়া দফতর।
দক্ষিণবঙ্গে আগামী ৪/৫ দিন শুষ্ক আবহাওয়া থাকবে। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। তাপমাত্রা বাড়বে। রাতে তাপমাত্রা স্বাভাবিকের থেকে তিন চার ডিগ্রি উপরে থাকবে।
উত্তরবঙ্গে আগামী তিন দিন একই রকম আবহাওয়া থাকবে । তারপর থেকে পরবর্তী দু-তিন দিনে তাপমাত্রা বাড়বে দুই থেকে তিন ডিগ্রি। আগামী ২৪ ঘন্টায় উত্তরবঙ্গের জেলাগুলির কোনও কোনও জায়গায় হাল্কা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
কলকাতা ও তাঁর পার্শ্ববর্তী এলাকায় চলতি সপ্তাহে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩১ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৯ ডিগ্রি সেলসিয়াস।