scorecardresearch
 
Advertisement
পশ্চিমবঙ্গ

Bengal Corona: ফের বাড়ল সংক্রমণ, তবে উদ্বেগে রাখা ৪ জেলা স্বস্তি দিচ্ছে

bengal corona
  • 1/8

 সবাইকে স্বস্তি দিয়ে সপ্তাহের প্রথম দিন সোমবার রাজ্যে দৈনিক আক্রান্তের সংখ্যা ৯০০ নীচে নেমেছিল। সোমবার করোনা আক্রান্ত হয়েছিলেন ৮৮৫ জন।  ৩০ মার্চের পর  প্রথম  দৈনিক সংক্রমণ নেমেছিল ৯০০-এর নীচে। তবে ২৪ ঘণ্টা পার হতে না হতেই সংক্রমণ ফের বাড়ল। গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৯৬২ জন।

bengal corona
  • 2/8

তবে গতকালের থেকে রাজ্যে দৈনিক মৃত্যু কমেছে। সোমবার করোনা প্রাণ কেড়েছিল ১৮  জনের। গত ২৪ ঘণ্টায় করোনার বলি হয়েছেন ১৭  জন। ফলে রাজ্যে এখনও পর্যন্ত করোনা সংক্রমণে প্রাণ হারিয়েছেন ১৭,৮৩৪ জন।
 

bengal corona
  • 3/8

৬ জুলাই রাজ্যে সক্রিয় করোনা রোগীর সংখ্যা দঁড়িয়েছে  ১৭,২৭৫  জন। রাজ্যে বর্তমানে সুস্থতার হার ৯৭.৬৭  শতাংশ। মৃত্যু হার ১.১৮ শতাংশ। 

Advertisement
bengal corona
  • 4/8

গত ২৪ ঘণ্টায় রাজ্যে সুস্থ হয়েছেন ১,৬২০ জন। ফলে রাজ্যে মোট করোনা জয়ীর সংখ্যা ১৪ লক্ষ ৭২ হাজার ১৩২। আর বাংলায় এখনও পর্যন্ত মোট কোভিড ১৯-এ আক্রান্ত হয়েছেন ১৫ লক্ষ ৭ হাজার ২৪১  জন। 
 

bengal corona
  • 5/8

রাজ্যে সংক্রমণ কমলেও এতদিন উদ্বেগ বাড়াচ্ছিল চার জেলা।  কলকাতা ছাড়া এই তালিকায় ছিল  উত্তর ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর এবং দার্জিলিং।  এদিন ৪ জেলাতেই সংক্রমণ নেমেছে ১০০ নীচে।

bengal corona
  • 6/8

তবে রাজ্যে সংক্রমণের শীর্ষে এখনও  রয়েছে উত্তর ২৪ পরগনা জেলা। গত ২৪ ঘণ্টায় এই জেলায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৯২ জন এবং মৃত্যু হয়েছে ৬ জনের। অন্যদিকে, কলকাতায় এই সময়ে করোনায় আক্রান্ত হয়েছেন  ৫৯ জন এবং মৃত্যু হয়েছে ৩ জনের। 
 

bengal corona
  • 7/8

স্বাস্থ্য দফতরের করোনা বুলেটিনে জানানো হয়েছে এদিন পর্যন্ত করোনা টেস্ট হয়েছে ১ কোটি ৪৫ লক্ষ ১৬ হাজার ৭৫১। ১২৪টি ল্যাবরেটরিতে এই টেস্টিং হচ্ছে। ১০ লক্ষ জনের মধ্যে টেস্টিং রেট ১,৬১,২৯৭। এদিন টেস্টিং হয়েছে ৪৬, ২৭৯ জনের। মোট টেস্টিংয়ের নিরিখে এদিন করোনা সক্রিয়ের হার ২.০৮ শতাংশ।

Advertisement
bengal corona
  • 8/8

অন্যদিকে, মঙ্গলবার  ১১১ দিন পর করোনায় দেশে সর্বনিম্ন সংক্রমণ রেকর্ড হয়েছে। গত ২৪ ঘণ্টায় কমেছে দৈনিক মৃত্যুর সংখ্যাও। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের মঙ্গলবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৫৫৩ জনের। দেশে এখনও পর্যন্ত করোনায় ৪ লক্ষ ৩ হাজার ২৮১ জনের মৃত্যু হয়েছে।   একদিনে আক্রান্তের সংখ্যা ৩৪ হাজার ৭০৩।   মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৬ লক্ষ ১৯ হাজার ৯৩২। দেশে অ্যাক্টিভ কেসের সংখ্যা ৪ লক্ষ ৬৪ হাজার ৩৫৭। এরইমধ্যে করোনাকে জয় করে সুস্থ হয়েছেন ২ কোটি ৯৭ লক্ষ ৫২ হাজার ২৯৪ জন। একদিনে সুস্থতার সংখ্যা ৫১ হাজার ৮৬৪।

Advertisement