হলদিয়া শিল্পতালুকে বিধ্বংসী অগ্নিকাণ্ড। দমকলের ৮ ইঞ্জিন ঘটনাস্থলে এসেছে। তারা আগুন নেভানোর কাজ শুরু করেছে। তবে এখনও পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি।
মঙ্গলবার বিকেলে হলদিয়া পেট্রোকেমিক্যালসের ন্যাপথা ট্যাঙ্কারে আগুন লাগে। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে আসে দমকল বাহিনী। প্রচুর ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। সূত্রের খবর, রক্ষণাবেক্ষণের কাজ করতে গিয়ে এই আগুন লেগেছে।
জানা গিয়েছে, এখনও পর্যন্ত আগুনের উৎস্যস্থবের কাছে যেতে পারেননি দমকলকর্মীরা। দাহ্য পদার্থ মজুত থাকায় আগুন ছড়িয়ে পড়ছে। তবে দমকলকর্মীরা আগুন নেভানোর চেষ্টা করে যাচ্ছেন।
আজ আগুন লাগামাত্র হলদিয়া শিল্পাঞ্চল কর্তৃপক্ষের তরফে কর্মীদের বাইরে বের করে আনা হয়। তবে এখনও বেশ কয়েকজন কর্মী ভিতরে আটকে পড়েছেন বলে খবর। তাঁদের উদ্ধারের কাজ চলছে।
ইতিমধ্যেই প্রশাসনের কর্তাব্যক্তিরা ঘটনাস্থলে পৌঁছেছেন। কী কারণে আগুন লেগেছে তা খতিয়ে দেখা হচ্ছে। ভিতরে কেউ আটকে থাকলে, তাঁদেরও উদ্ধারের চেষ্টা চলছে।
স্থানীয় সূত্রে খবর, আগুন লাগার জেরে একাধিকজন আহত হয়েছেন। তবে সরকারিভাবে এইন নিয়ে এখনও কিছু জানানো হয়নি।