এই মুহূর্তে রাজ্যে যে শীতের দাপট রয়েছে, সেটি আগামী ৪৮ ঘণ্টা বজায় থাকবে। এছাড়া রাজ্যে আবহাওয়ায় আর কোনও উল্লেখযোগ্য পরিবর্তন আপাতত নেই। এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Office)।
তবে ৪৮ ঘন্টা পর থেকে আবারও ধীরে ধীরে সর্বনিম্ন তাপমাত্রা প্রায় দুই থেকে তিন ডিগ্রি বাড়বে। যদিও তারপরেও জেলাগুলিতে ভালই বজায় থাকবে শীতের আমেজ।
হাওয়া অফিস আরও জানাচ্ছে, পৌষ সংক্রান্তিতে (Makar Sankranti 2023) এই মুহূর্তে মেজর কোন সিস্টেমের সম্ভাবনা নেই। ফলে মূলত শুষ্ক আবহাওয়াই বজায় থাকবে।
তাপমাত্রা আগামী ১৩ তারিখ পর্যন্ত ১৩ থেকে ১৫ ডিগ্রি মধ্যে থাকারই সম্ভাবনা থাকছে। তবে ১৪ তারিখ তাপমাত্রা একটু বাড়বে। সেক্ষেত্রে ওই দিন কলকাতায় (Kolkata) সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াসের ওপরে ওঠার সম্ভাবনা থাকছে।
অন্যদিকে, উত্তরবঙ্গের ক্ষেত্রে উপরের যে পাঁচটি জেলা রয়েছে অর্থাৎ দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার এবং আলিপুরদুয়ার ঘন কুয়াশার পূর্বাভাস দিচ্ছে আলিপুর আবহাওয়া দফতর।
এছাড়া দুই দিনাজপুর এবং মালদাতেও ঘন কুয়াশার পাশাপাশি দিনের বেলাতেও ভাল শীত অনুভূত হবে। বেশি রাতের দিকে কমে যেতে পারে দৃশ্যমানতা।
আরও পড়ুন - শীতে বাড়ে হার্ট অ্যাটাক, ঝুঁকি এড়াতে কী করবেন? সহজ ৫ টিপস