scorecardresearch
 
Advertisement
পশ্চিমবঙ্গ

West Bengal Monsoon 2023 : কেরলে বর্ষা ঢুকতে পারে ৪ জুন, পশ্চিমবঙ্গে কবে?

প্রতীকী ছবি
  • 1/7

সন্ধ্যের দিকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে (South Bengal) জেলায় জেলায় বিক্ষিপ্তভাবে ঝড়বৃষ্টি হলেও, দিনভর তীব্র গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তিতে নাজেহাল মানুষ। সেক্ষেত্রে বর্ষা করে আসে পারে, উঠতে শুরু করেছে সেই প্রশ্নও।

প্রতীকী ছবি
  • 2/7

আলিপুর আবহাওয়া দফতর অবশ্য জানাচ্ছে, আর ২ দিনের মধ্যেই আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জে ঢুকতে পারে বর্ষা (Monsoon 2023)। দক্ষিণ বঙ্গোপসাগরে ঢুকবে বর্ষা, একইসঙ্গে নিকোবর ও দক্ষিণ আন্দামান সাগরেও পরিস্থিতি অনুকূল।

প্রতীকী ছবি
  • 3/7

তবে কেরলে পয়লা জুনের পরিবর্তে বর্ষা ঢুকতে ৪ঠা জুন হতে পারে। যদিও কেরলে বর্ষা ঢোকার সঙ্গে পশ্চিমবঙ্গে বা বাংলায় বর্ষার প্রবেশের কোনও সম্পর্ক নেই। 

Advertisement
প্রতীকী ছবি
  • 4/7

হাওয়া অফিস জানচ্ছে, আগামী তিন-চার দিন বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি চলবে উত্তর ও দক্ষিণ দুই বঙ্গেই। হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া। কোথাও কোথাও শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে। 

প্রতীকী ছবি
  • 5/7

আগামী ৪৮ ঘন্টায় উত্তরবঙ্গের (North Bengal) কোচবিহার এবং আলিপুরদুয়ারে বৃষ্টি কিছুটা বেশি হতে পারে। বাকি জেলাগুলিতেও হতে পারে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত। সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া। 

প্রতীকী ছবি
  • 6/7

আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Office) আরও জানাচ্ছে, আগামী কয়েকদিন বজ্র্যবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির পূর্বাভাস থাকলেও তা মূলত হতে পারে সন্ধেবেলা।

প্রতীকী ছবি
  • 7/7

সকাল থেকে বিকেল পর্যন্ত গরম এবং আর্দ্রতাজনিত অস্বস্তিই বজায় থাকবে। একইরকম থাকবে তাপমাত্রাও। শহর কলকাতার (Kolkata) ক্ষেত্রেও রয়েছে একই ধরনের পূর্বাভাস। 

আরও পড়ুন - আবাসনের ১৮-তলা থেকে ঝাঁপ দিয়ে 'আত্মঘাতী' তরুণী, কামালগাজিতে চাঞ্চল্য

Advertisement