আবারও ঘূর্ণাবর্তের পূর্বাভাস। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, বর্তমানে মায়ানমার উপকূলের কাছে পূর্বমধ্য ও সংলগ্ন উত্তরপূর্ব বঙ্গোপসাগরে (Bay Of Bengal) একটি ঘূর্ণাবর্ত রয়েছে। আগামী ২৪ ঘণ্টায় সেটি পশ্চিমবঙ্গ (west Bengal)উপকূলের দিকে সরে আসবে।
ফলে ২৮ ও ২৯ তারিখ অর্থাৎ মঙ্গল ও বুধবার দক্ষিণবঙ্গে (South Bengal) ভাল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হাওয়া অফিস জানাচ্ছে, ২৮ তারিখ দুই মেদিনপুর ও দক্ষিণ ২৪ পরগনায় ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হতে পারে। তাছাড়া হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম, উত্তর ২৪ পরগনা ও কলকাতার কিছু অংশেও ভারী বৃষ্টির সতর্কতা হয়েছে।
বৃষ্টি চলবে ২৯ তারিখেও। এদিন রাজ্যের পশ্চিমের জেলাগুলিতে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বৃষ্টি হবে বাকি জেলাগুলিতেও। আবহাওয়াবিদরা জানাচ্ছেন, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, দুই মেদিনীপুর, দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি ও কলকাতার (Kolkata) কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টি হতে পারে।
সঙ্গে উপকূলবর্তী জেলাগুলি যেমন, পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় মাঝেমধ্যে বইতে পারে ৪০-৫০ কিলোমিটার বেগে হাওয়া।
ঝড়বৃষ্টির কারণে ২৭ থেকে ২৯ তারিখ পর্যন্ত মৎস্যজীবীজের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। পাশপাশি সমুদ্র তীরবর্তী পর্যটন এলাকাগুলিতে পর্যটকদের জলে নামাতেও বারণ করছে আবহাওয়া দফতর। বেড়ে যেতে পারে নদীর জলস্তরও।