scorecardresearch
 
Advertisement
পশ্চিমবঙ্গ

West Bengal Weather Monsoon Update: কয়েক দিনেই আবহাওয়া বদলের পূর্বাভাস, ভাসবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গ

এখনও পর্যন্ত ভারী বৃষ্টিতে ভেজেনি কলকাতা সহ দক্ষিণবঙ্গ
  • 1/9

South Bengal Rain Update: জুনের শেষে এখনও পর্যন্ত ভারী বৃষ্টিতে ভেজেনি কলকাতা সহ দক্ষিণবঙ্গ। এদিকে, ভাসছে উত্তরবঙ্গ।
 

৩০ তারিখের পর থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে
  • 2/9

জুন শেষ হতে বাকি আর দিন কয়েক। ৩০ তারিখের পর থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে তাপমাত্রা পশ্চিমবঙ্গর খুব একটা পরিবর্তন হবে না।
 

জুলাইয়ের গোড়া থেকেই ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে ভাসতে চলেছে
  • 3/9

হাওয়া অফিস এও জানিয়েছে, জুলাইয়ের গোড়া থেকেই ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে ভাসতে চলেছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলা।
 

Advertisement
দক্ষিণবঙ্গে আগামী তিন দিন বিক্ষিপ্ত হালকা বৃষ্টি হবে
  • 4/9

দক্ষিণবঙ্গে আগামী তিন দিন বিক্ষিপ্ত হালকা বৃষ্টি হবে। ২৯ জুন পশ্চিমের জেলা পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদের দু'এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। 
 

উত্তরবঙ্গের ক্ষেত্রে সোমবার থেকে আগামী পাঁচ দিন সব জেলাতেই বৃষ্টি হবে
  • 5/9

উত্তরবঙ্গের ক্ষেত্রে সোমবার থেকে আগামী পাঁচ দিন সব জেলাতেই বৃষ্টি হবে। ২৭ থেকে ৩০ জুন উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। 
 

সোমবার ভারী বৃষ্টি হবে দুই দিনাজপুরে
  • 6/9

সোমবার ভারী বৃষ্টি হবে দুই দিনাজপুরে। ওপরের পাঁচ জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। ২৮ তারিখ বৃষ্টির পরিমাণ বেশি থাকবে বিশেষ করে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী থেকে অতি অতি ভারী বৃষ্টি হবে। 
 

বাদবাকি জেলাগুলিতে ভারী বৃষ্টি হবে
  • 7/9

বাদবাকি জেলাগুলিতে ভারী বৃষ্টি হবে। ৩০ তারিখ থেকে উত্তরবঙ্গের বৃষ্টির সামান্য কমবে। বেশি বৃষ্টি হবে কোচবিহার ও আলিপুরদুয়ারে। 
 

Advertisement
উত্তরবঙ্গের সব নদীতে জলস্তর অনেকটাই বেশি রয়েছে,
  • 8/9

উত্তরবঙ্গের সব নদীতে জলস্তর অনেকটাই বেশি রয়েছে, এই বৃষ্টির ফলে  আবারও জল স্তর বৃদ্ধি পাবে। বন্যা হওয়া, ভূমিধসের সম্ভাবনা রয়েছে। 
 

এমনিতেই চাষের ক্ষতি হয়ে রয়েছে
  • 9/9

এমনিতেই চাষের ক্ষতি হয়ে রয়েছে। এই বৃষ্টি, জলে চাষবাসের আরও ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। তাই এখন কৃষকদের কোনওরকম সারের ব্যবহারে নিষেধ করা হয়। বৃষ্টিতে ধুয়ে যাওয়ার সম্ভাবনা আছে।
 

Advertisement