তবে শহরে একেবারে বৃষ্টির সম্ভাবনা উড়িয়ে দেয়নি হাওয়া অফিস। যদিও বৃষ্টি পরলেও তা হবে হালকা বর্ষণ। বর্ষার ভারী বৃষ্টির সম্ভাবনা আজ নেই বললেই চলে।
আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গে বৃষ্টি খুব দুর্বল থাকবে। ভারী বৃষ্টিপাতের কোনও সম্ভাবনাই নেই। হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে আগামী তিন-চারদিন।
আলিপুর আবহাওয়া দফতর আগেই ইঙ্গিত দিয়েছিল, এ বছর দক্ষিণবঙ্গে বর্ষা দুর্বল থাকবে। ফলে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হলেও সে ভাবে জাঁকিয়ে এখনও বসতে পারেনি বর্ষা।
আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বিক্ষিপ্তভাবে হালকা-মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
এদিকে দক্ষিণ বঞ্চিত হলেও উত্তরবঙ্গে আরও বাড়বে বৃষ্টি। মঙ্গল ও বুধবার উত্তরবঙ্গে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
মঙ্গলবার অতিভারী বৃষ্টির সতর্কতা দিয়ে লাল সতর্কতা জারি করা হয়েছে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারের জন্য।
বৃহস্পতিবার পর্যন্ত উত্তরবঙ্গে ভারী বৃষ্টি চলবে। এই সময় পাহাড়ি এলাকায় ধসের আশঙ্কায় সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর।