scorecardresearch
 
Advertisement
পশ্চিমবঙ্গ

Bengal Weather Forecast : রাজ্যে ফের বাড়বে তাপমাত্রা, নেপথ্যে নিম্নচাপ

প্রতীকী ছবি
  • 1/7

আপাতত দিনকয়েক পশ্চিমবঙ্গে (west Bengal) বৃষ্টির কোনও পূর্বাভাস নেই, আকাশ মূলত পরিষ্কারই থাকবে। জানাল আলিপুর আবহাওয়া দফতর। 

প্রতীকী ছবি
  • 2/7

এরমধ্যে ৮ তারিখ পর্যন্ত তাপমাত্রারও কোনও উল্লেখযোগ্য পরিবর্তনও হবে না। অর্থাৎ ঠান্ডা যেমন আছে তেমনই থাকবে। 

প্রতীকী ছবি
  • 3/7

আজ কলকাতা ও সংলগ্ন এলাকায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৩ ডিগ্রি সেলসিয়াস। 

Advertisement
প্রতীকী ছবি
  • 4/7

তবে আন্দমান সাগরে (Andaman Sea) নিম্নচাপ থাকার কারণে একটা মেঘলাভাব থাকবে। 

প্রতীকী ছবি
  • 5/7

এরপর সেটি তামিলনাড়ু, দক্ষিণ অন্ধ্রপ্রদেশ, পুদুচেরির দিকে এগোবে। ফলে ৯ তারিখ থেকে যতক্ষণ না এই নিম্নচাপ স্থলেভাগে ঢোকে ততক্ষণ পর্যন্ত তাপমাত্রা বাড়বে। 

প্রতীকী ছবি
  • 6/7

তবে তাপমাত্রা খানিকটা বৃদ্ধি পাওয়া ও কিছুটা মেঘলা আকাশ ছাড়া এরাজ্যে নিম্নচাপের সরাসরি তেমন কোনও প্রভাব পড়বে  না বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Office)। 

প্রতীকী ছবি
  • 7/7

এছাড়া আকাশ মেঘলা থাকার কারণে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ১ ডিগ্রি কমতে পারে বলে জানাচ্ছে হাওয়া অফিস। 

 

আরও পড়ুন - খেজুর খেলে হার্টের স্বাস্থ্য ভাল হয়, নিয়ন্ত্রণে থাকে ব্লাড সুগার

Advertisement