সপ্তাহান্তে বজ্রবিদ্যুৎ সহ ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। চলতি সপ্তাহে শুক্র ও শনিবার ফের রাজ্যে জুড়ে ঝড়-বৃষ্টি হবে বলেই জানিয়েছে আবহাওয়া দফতর।
চলতি সপ্তাহ শুরুই হয়েছিল বৃষ্টি দিয়ে। যদিও বুধবারের পর আবহাওয়া উন্নতির সম্ভাবনার পূর্বাভাসও দিয়েছিল আবহাওয়া দফতর।
তবে এদিনও দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবারও কয়েকটি জেলায় বজ্রবিদ্যুত্সহ ঝড় বৃষ্টি হয়েছে। উপকূলীয় জেলাগুলিতো বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে এদিনও।
কলকাতা-সহ কয়েকটি জায়গায় দুপুর থেকে বিকেলের দিকে ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সপ্তাহের মাঝামাঝিতে ফের রাজ্য জুড়ে আবহাওয়ার পরিবর্তনের পূর্বাভাস দেওয়া হয়েছে।
হাওয়া অফিস বলছে আগামী ৪৮ ঘন্টায় অর্থাৎ বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর ও হাওড়ায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকার সম্ভাবনা।
৩১ মার্চ শুক্রবার নাগাদ দক্ষিণবঙ্গের প্রায় সবকটি জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আপাতত দিনের তাপমাত্রার পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই।
উত্তরবঙ্গে আজ দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে। বাকি তিন জেলা উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহের আবহাওয়া শুকনো থাকবে। বৃহস্পতিবার দার্জিলিং এবং কালিম্পং-এ বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে। তবে বাকি সব জেলার আবহাওয়া শুকনো থাকার সম্ভাবনা।
৩০ ও ৩১ মার্চ উত্তরবঙ্গ জুড়ে বিভিন্ন জায়গায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আপাতত উত্তরবঙ্গের কোথাও দিনের তাপমাত্রার পরিবর্তনের তেমন কোনও সম্ভাবনা নেই বলে জানানো হয়েছে।
আগামী তিন দিনের তাপমাত্রার তেমন কোন পরিবর্তন হবে না। তিনদিন পর থেকে তাপমাত্রা একটু কমবে দুই বঙ্গেই।