সপ্তাহান্তে তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর হাওয়া অফিস। শুক্র ও শনিবার ফের রাজ্য জুড়ে ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে বলে জানানো হয়েছে।
হাওয়া অফিস জানাচ্ছে, পশ্চিমবঙ্গের ওপরে অক্ষরেখা রয়েছে, সেইসঙ্গে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প বঙ্গোপসাগর থেকে স্থলভাগের ওপরে ঢুকছে। এর ফলে ৩১ মার্চ শুক্রবারের পাশাপাশি ১ এপ্রিল শনিবার রাজ্য জুড়ে ঝোড়ো হাওয়া এবং শিলাবৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। তবে ২ এপ্রিল রবিবার থেকে আবহাওয়ার উন্নতি হওয়ার সম্ভাবনাও রয়েছে।
হাওয়া অফিস জানাচ্ছে, পশ্চিমবঙ্গের ওপরে অক্ষরেখা রয়েছে, সেইসঙ্গে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প বঙ্গোপসাগর থেকে স্থলভাগের ওপরে ঢুকছে। এর ফলে ৩১ মার্চ শুক্রবারের পাশাপাশি ১ এপ্রিল শনিবার রাজ্য জুড়ে ঝোড়ো হাওয়া এবং শিলাবৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। তবে ২ এপ্রিল রবিবার থেকে আবহাওয়ার উন্নতি হওয়ার সম্ভাবনাও রয়েছে।
এদিনও বিক্ষিপ্তভাবে রাজ্যের কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে উপকূলের জেলাগুলিতে এই সম্ভাবনা বেশি। বিক্ষিপ্তভাবে এই ঝড় বৃষ্টি চলবে। উপকূলের জেলা দুই মেদিনীপুর ,হাওড়া, দুই ২৪ পরগনাতে ঝড়বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে।
উত্তরবঙ্গের ক্ষেত্রে বৃহস্পতিবার দার্জিলিং এবং কালিম্পং-এ বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে। বাকি সব জেলার আবহাওয়া শুকনো থাকবে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ৩১ মার্চ শুক্রবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারের কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ৩১ মার্চ এবং ১ এপ্রিল উত্তরবঙ্গ জুড়েই হাল্কা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার উল্লিখিত ৩ জেলা ছাড়াও হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান এবং নদিয়া জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বাকি সব জেলায় হাল্কা বৃষ্টির সম্ভাবনা। ৩১ মার্চ এবং ১ এপ্রিল দক্ষিণবঙ্গ জুড়েই হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হবে।
কলকাতা ও আশপাশের এলাকার আগামী ২৪ ঘণ্টায় আকাশ অংশত মেঘলা থাকবে। বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুত-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোনও কোনও জায়গায়। আগামী ২৪ ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৫ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।
উত্তরবঙ্গের ক্ষেত্রে সমতল এলাকায় আগামী তিনদিন দিনের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না, তারপরের দুদিনে তাপমাত্রা ২-৪ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও একই পরিস্থিতি তৈরির সম্ভাবনা।