সোমবার সকাল থেকে কলকাতা ও আপপাশের এলাকার আকাশ ছিল মেঘলা। সঙ্গে হাল্কা কুয়াশাও। এদিনও পরিস্থিতি খুব একটা বদলালো না। মার্চের শুরুতে তাপমাত্রা আরও কিছুটা বাড়বে বলেই পূর্বাভাস আবহাওয়া দফতরের।
আবহাওয়া দফতর জানিয়েছে, পূর্ব বাংলাদেশের ওপরে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। অন্যদিকে পশ্চিম হিমালয় অঞ্চলে একের পর এক পশ্চিমী ঝঞ্ঝা আঘাত হানতে চলেছে। ফলত আসন্ন দোল উৎসবে নাতিশীতোষ্ণ আবহাওয়া থাকার সম্ভাবনা কম । বরং অস্বস্তিকর গরমেই হোলি খেলবে বাংলা ।
হাওয়া অফিস বলছে আগামী ৪৮ ঘণ্টায় দিনের এবং রাতে তাপমাত্রায় সেরকম কোনো উল্লেখযোগ্য পরিবর্তন নেই। তবে তারপর থেকে দিন ও রাতের তাপমাত্রা বাড়বে।
দক্ষিণবঙ্গে মার্চের শুরুতেই বাড়তে পারে তাপমাত্রা। কলকাতা এবং সংলগ্ন জেলাগুলিতে মার্চের প্রথম সপ্তাহেই তাপমাত্রা ৩৫ ডিগ্রি ছাড়িয়ে যেতে পারে।
দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আগামী ৫ দিন বৃষ্টির কোন সম্ভাবনা নেই। আপাতত দক্ষিণবঙ্গের উপকূল এবং পূর্বের দিকের জেলাগুলিতে পূবালী হাওয়ার দাপট অব্যাহত রয়েছে।
রাজ্যের পশ্চিমের জেলাগুলিতে দক্ষিণ-পশ্চিমের বাতাস বইছে। এর ফলে আগামী ৪৮ ঘণ্টা পর্যন্ত মিশ্র আবহাওয়া থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। উপকূল এবং বাংলাদেশ সংলগ্ন জেলাগুলিতে আংশিক মেঘলা আকাশ। পাশাপাশি পশ্চিমের দিকের জেলাগুলিতে এখনও রাতের দিকে এবং সকালে হালকা শীতের অনুভূতি থাকতে পারে।
কলকাতা ও সংলগ্ন জেলাগুলিতে রাত ও সকালের দিকে মনোরম পরিবেশ থাকলেও দিনের বেশিরভাগ সময়ে গরম অনুভূত হবে। সেই সঙ্গে বজায় থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি। দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি থেকে ৫ ডিগ্রি পর্যন্ত বেশি থাকতে পারে। আগামী ৪-৫ দিনে তাপমাত্রা কমার কোনও সম্ভাবনা নেই।
উত্তরবঙ্গের ক্ষেত্রে দার্জিলিং,কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে খুব হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। বাকি জেলাগুলিতে শুষ্ক আবহাওয়া থাকবে।
হাওয়া অফিস জানিয়েছে, কলকাতায় আজ সকালের দিকে আংশিক মেঘলা আকাশ থাকবে। তবে, পরে পরিষ্কার আকাশের সম্ভাবনা রয়েছে। দিনে ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের উপরে থাকায় গরম অনুভূত হবে। দিনের বেলায় সামান্য আর্দ্রতাজনিত অস্বস্তিও হতে পারে। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৩.৭ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের ৪ ডিগ্রি বেশি।