scorecardresearch
 
Advertisement
কলকাতা

Weather West Bengal: তীব্র দাবদাহের পূর্বাভাস হাওয়া অফিসের, দোলে আবহাওয়া কেমন?

মার্চের শুরু থেকেই গরম বাড়বে
  • 1/8

৪৮ ঘণ্টা পর থেকেই বাড়তে শুরু করবে গরম। আজ এই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। হাওয়া অফিস জানিয়েছে, আগামী ৪৮ ঘণ্টায় দিনের এবং রাতের তাপমাত্রায় সে রকম কোনও উল্লেখযোগ্য পরিবর্তন হবে না। যে তাপমাত্রা রয়েছে, সেটাই বজায় থাকবে।

মার্চের শুরু থেকেই গরম বাড়বে
  • 2/8

৪৮ ঘণ্টা পর থেকে দিনের এবং রাতের তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে শুরু হবে। গরম অনুভূত হবে।

মার্চের শুরু থেকেই গরম বাড়বে
  • 3/8

আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩১.৯ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি।

Advertisement
মার্চের শুরু থেকেই গরম বাড়বে
  • 4/8

আর সর্বনিম্ন তাপমাত্রা ২২.৯ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি।

মার্চের শুরু থেকেই গরম বাড়বে
  • 5/8

আগামীকাল মঙ্গলবার ও বুধবার এই তাপমাত্রা বজায় থাকবে। তারপর ধীরে ধীরে বাড়বে।

মার্চের শুরু থেকেই গরম বাড়বে
  • 6/8

হাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আগামী পাঁচদিন বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। উত্তরবঙ্গের ক্ষেত্রে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় খুব হালকা বৃষ্টির সম্ভাবনা আছে। বাকি জেলাগুলিতে আবহাওয়া শুষ্ক থাকবে।

মার্চের শুরু থেকেই গরম বাড়বে
  • 7/8

আগামী মাসের শুরুতেই দোল উৎসব। ওইদিন বেশ গরম থাকবে বলেই জানিয়েছে হাওয়া অফিস।

Advertisement
মার্চের শুরু থেকেই গরম বাড়বে
  • 8/8

দোলের দিন সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে।

Advertisement