মার্চ মাস পড়তে না পড়তেই রাজ্যের নানা প্রান্তে পারদ ৩০ ডিগ্রি পার করেছে। ফাল্গুনি পূর্ণিমায় দোল খেলতে নেমেও বসন্তের আমেজ তেমন অনুভব করা যাচ্ছে না।
একধাক্কায় ৫ ডিগ্রি বেড়ে গিয়েছিল কলকাতা সহ একাধিক জেলার তাপমাত্রা। সকাল থেকে মেঘলা আকাশ থাকলেও বেলা বাড়তেই বাড়ছে রোদের তেজ। তবে আগামী কাল থেকেই বদলে যাবে আবহাওয়া!
বৃহস্পতিবার রাজ্যের বেশ কয়েকটি জেলায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। তার জেরে সাময়িক হলেও কিছুটা তাপমাত্রা কমবে। গরমও কমতে চলেছে।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে ৯ মার্চ অর্থাৎ বৃহস্পতিবার থেকে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আবার ১০ মার্চ অর্থাৎ শুক্রবারও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শুক্রবার বৃষ্টি হবে বীরভূমেও। তারজেরে কিছুটা হলেও ফাগুনের প্যাচপ্যাচে গরম থেকে রেহাই পাবে রাজ্যবাসী।
উত্তরবঙ্গের একাধিক জেলায় তাপমাত্রার পারদ চড়লেও পাহাড়ের কয়েকটি জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দার্জিলিং এবং কালিম্পং জেলায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। উত্তরবঙ্গের আবহাওয়া দক্ষিণবঙ্গের তুলনায় ভাল।
এদিকে তীব্র দাবদাহের পূর্বাভাস রয়েছে কলকাতায়! হোলির সপ্তাহেই ৩৮ ডিগ্রি চড়বে পারদ! রোদের তেজের সঙ্গে বাড়ছে অস্বস্তিকর গরম।
এই মুহূর্তে কালবৈশাখীর কোনও সম্ভাবনা নেই কারণ, কালবৈশাখী হওয়ার যে আর্দ্রতা বাতাসে থাকতে হয়, আপাতত তা তৈরি হয়নি। তাই আগামী এক সপ্তাহে এমন পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা নেই বলেই জানিয়েছে আবহাওয়া দফতর।