গরম আরও বাড়তে চলেছে। মার্চের দ্বিতীয় সপ্তাহে কয়েক ডিগ্রি বাড়ল তাপমাত্রা। প্রচুর জলীয় বাষ্প ঢোকায় আর্দ্রতাজনিত অস্বস্তিও বাড়বে।
গত সোমবার থেকেই বেলার তাপমাত্রা সামান্য বেড়েছে। ভোরের দিকে স্বস্তির আবহাওয়া বেলা বাড়লেই চড়া রোদ, গরমে নাজেহাল পরিস্থিতি।
গত দু'দিন ধরে তাপমাত্রা বেশ খানিকটা বেড়েছে। আজ থেকে কয়েকটি জায়গায় সর্বনিম্ন তাপমাত্রা এক ডিগ্রি মতো বাড়তে পারে।
১১ তারিখের পর তাপমাত্রা আরও বাড়ার সম্ভাবনা। ফলে বসন্তের দ্বিতীয় সপ্তাহে তাপমাত্রা ৩৬ ডিগ্রি ছাড়াবে।
জেলার দিকে দিনের তাপমাত্রা অস্বস্তিকর হয়ে উঠছে। বাঁকুড়া, বীরভূম ও পশ্চিম বর্ধমানের কোথাও কোথাও তাপমাত্রা ৩৬ ডিগ্রি ছাড়িয়েছে।