রবিবার ছিল শহর কলকাতার আকাশের মুখ ভার। বিভিন্ন জায়গায় ন্যূনতম তাপমাত্রাও শনিবারের থেকে কিছুটা কম ছিল।
পূর্ব বাংলাদেশের ওপরে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে বলে আগেই জানিয়েছে আবহাওয়া দফতর। পশ্চিম হিমালয় এবং সংলগ্ন সমতল এলাকায় নতুন করে একটি পশ্চিমী ঝঞ্ঝা প্রভাব বিস্তার করতে চলেছে বলে এবার জানা যাচ্ছে।
উত্তরবঙ্গের দার্জিলিং এবং কালিম্পং-এর কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি সব জেলার আবহাওয়া শুকনো থাকবে। আগামী চার থেকে পাঁচ দিন হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গে দিন ও রাতের তাপমাত্রায় তেমন কোনও পরিবর্তন হবে না।
গাঙ্গেয় পশ্চিমবঙ্গের সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। আগামী ৪-৫ দিন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে দিনও রাতের তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন হবে না বলে পূর্বাভাসে বলা হয়েছে।
আগামী ২৪ ঘণ্টায় কলকাতার আবহাওয়ার ক্ষেত্রে সকালের দিকে হাল্কা কুয়াশা থাকার সম্ভাবনা। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩২ ও ২২ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। আজ শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২২.৯ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের ৩ ডিগ্রি বেশি।
হাওয়া অফিস বলছে, ফেব্রুয়ারি মাসের বাকিটা এভাবেই চলবে । তাপমাত্রার বিরাট কিছু পরিবর্তন অর্থাৎ বৃদ্ধি কিংবা হ্রাসের সম্ভাবনা নেই।
মার্চ মাস থেকে তাপমাত্রা বাড়ার সম্ভাবনা থাকছে । সেক্ষেত্রে মার্চের প্রথম সপ্তাহেই কলকাতার তাপমাত্রা ৩৫ ডিগ্রি ছুঁতে পারে।