scorecardresearch
 
Advertisement
পশ্চিমবঙ্গ

নামছে পারদ, আগামী সপ্তাহে জাঁকিয়ে শীত বাংলায়!

weather
  • 1/6


অবশেষে শীতের দেখা মিলতে চলেছে শহরে। কিছুদিন ধরে দিনে তাপমাত্রা বাড়লেও সকালে ও রাতে শীতের আমেজ ভালই টের পাওয়া যাচ্ছে। আগামী সপ্তাহে ফের নামবে পারদ। আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ডিগ্রী বেড়ে ছিল ১৭.১ ডিগ্রি। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি নিচে। 
 

weather
  • 2/6

গতকাল কলকাতার ছিল ১৫.৫ ডিগ্রি। মঙ্গলবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল স্বাভাবিকের ৩ ডিগ্রি নিচে ২৬.৬ ডিগ্রি। বাতাসে জলীয়বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৯৫ শতাংশ। তবে আজ থেকে কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকবে। ফোটো- দেবস্মিতা দাস
             

weather
  • 3/6

শুক্রবার থেকে পুরোপুরি মেঘলা আকাশ। দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড় নিভার শক্তি বাড়িয়েছে। আগামী ১২ ঘন্টায় তা আরও শক্তিশালী হবে। অতি শক্তিশালী ঘূর্ণিঝড় হিসেবেই উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে বৃহস্পতিবার খুব সকালে আছড়ে পড়বে পন্ডিচেরি ও তামিলনাড়ু উপকূলে। ফোটো- দেবস্মিতা দাস

Advertisement
weather
  • 4/6

আগামী ২৪ ঘণ্টায় পাঞ্জাব হরিয়ানা চন্ডিগড় দিল্লিতে কোল্ড-ডে পরিস্থিতি। শৈত্যপ্রবাহের পরিস্থিতি থাকবে। 

weather
  • 5/6

আগামীকাল থেকে তিন দিনের জন্য উত্তর রাজস্থান পাঞ্জাব হরিয়ানা চন্ডিগড় দিল্লি ও পশ্চিম উত্তরপ্রদেশেও জাঁকিয়ে শীত পড়বে। 

weather
  • 6/6

অন্যদিকে পশ্চিমী ঝঞ্ঝার ঢুকেছে জম্মু-কাশ্মীরে। এর প্রভাবে জম্বু কাশ্মীর উত্তরাখান্ড লাদাখ হিমাচল প্রদেশ বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা আগামী ৪৮ ঘণ্টায়। ফোটো- দেবস্মিতা দাস
 

Advertisement