মেঘলা আকাশ আর হালকা রোদের লুকোচুরি খেলা। উধাও হয়েছে গরম। সকাল আর রাতে হালকা শীত শীত ভাব। এই আমেজে মজে বঙ্গ।
লক্ষীপুজোর পর কালীপুজোও কী বৃষ্টিতে ভাসবে বাংলা? আলিপুর আবহাওয়া দফতরে সূত্রে খবর, দক্ষিণবঙ্গে আগামী পাঁচ দিন বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই।
উত্তরবঙ্গের ক্ষেত্রে দার্জিলিং, কালিম্পং-এ ৪৮ ঘণ্টা পরে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এ ছাড়া বাদবাকি উত্তরবঙ্গের জেলায় শুষ্ক আবহাওয়া থাকবে।
৩ ও ৪ তারিখ কালীপুজো ও দিওয়ালিতে কলকাতার তাপমাত্রা স্বাভাবিক এড় নীচে নেমে যাওয়ার সম্ভাবনা আছে। বিশেষ করে দক্ষিণবঙ্গে রাতের দিকে তাপমাত্রা কমতে শুরু করবে।