তীব্র গরমে তাপপ্রবাহের সতর্কতা জারি হয়েছে দক্ষিণবঙ্গে। তিন জেলায় হালকা কয়েক পশলা বৃষ্টির পূর্বাভাস থাকলেও স্বস্তির বৃষ্টি হবে না।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, ৩ ও ৪ জুন দুই ২৪ পরগনা ও দুই মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টি হতে পারে। কলকাতার ক্ষেত্রে তাপমাত্রা ৪০ ডিগ্রির মধ্যেই থাকবে।
আগামী চারদিনে কলকাতার তাপমাত্রা ৪০ ডিগ্রি ছোঁয়ার সম্ভাবনা কমই। তবে প্যাচপ্যাচে অস্বস্তিকর আবহাওয়া থাকবে। বাকি জেলাগুলিতে ৬ থেকে ৮ তারিখ পর্যন্ত তাপমাত্রা ৪০ ডিগ্রি পেরোবে। সঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে।
তাই বেলা বাড়লে রোদে না বেড়নো, প্রখর রোদ এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে হাওয়া অফিস। দিনভর গরম থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস।
কেরালাতে ৪ জুন বর্ষা ঢোকার কথা। কেরালাতে বর্ষা ঢোকার পরই বোঝা যাবে বাংলায় কবে স্বস্তি ফিরছে। তবে আপাতত বর্ষার কোনও আপডেট নেই। অস্বস্তিকর গরমই এখন সঙ্গী রাজ্যবাসীর।
পাল্লা দিয়ে গরম বাড়ছে উত্তরবঙ্গেও। পাহাড়ে দার্জিলিং-কালিম্পংয়েও হা হুতাশ করা গরম। তাপমাত্রা উত্তরবঙ্গ জুড়ে থাকবে। মালদা ও দুই দিনাজপুরেও থাকবে গরম।