তীব্র গরমে হাঁসফাস গোটা দক্ষিণবঙ্গ। রয়েছে তাপপ্রবাহের সতর্কবার্তাও। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Office) জানাচ্ছে, দক্ষিণবঙ্গে (South Bengal) পশ্চিমের জেলাগুলিতে বইতে পারে লু।
পাশাপাশি প্যাচপ্যাচে ঘর্মাক্ত পরিস্থিতি থাকতে পারে উপকূলবর্তী এলাকায়। এক্ষেত্রে, দুই ২৪ পরগনা, কলকাতা (Kolkata) ও পূর্ব মেদিনীপুর ছাড়া বাকি সব জেলাতেই তাপপ্রবাহের সতর্কবার্তা দিচ্ছে হাওয়া অফিস।
আপাতত চার পাঁচ দিন একই রকম পরিস্থিতি বজায় থাকবে বলেই জানাচ্ছেন আবহাওয়াবিদরা। আজ কলকাতা ও সংলগ্ন এলাকায় দিের সর্বোচ্চ তাপমাত্রা ৩৮.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ৩ ডিগ্রি বেশি।
তবে এরই মাঝে রয়েছে বৃষ্টির পূর্বাভাসও। হাওয়া অফিস জানাচ্ছে, কাল খুব হালকা বৃষ্টি হতে পারে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া এবং হুগলিতে।
অন্যদিকে স্বস্তি নেই উত্তরবঙ্গেও (North Bengal)। তাপপ্রবাহের সতর্কবার্তা রয়েছে মালদা ও দুই দিনাজপুরে।
সেক্ষেত্রে আপাতত স্বস্তির বার্তা দুই বঙ্গের কোনও জায়গাতেই দিতে পারছে না আলিপুর আবহাওয়া দফতর।
আরও পড়ুন - বাড়বে সম্পদ-ঘরে থাকবে অপার শান্তি, শুধু এই দিকে রাখুন ময়ূর পালক