বঙ্গোপসাগরে একটি গভীর নিম্নচাপ তৈরি হয়েছে। প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে। যে কারণে এই মুহূর্তে যে আংশিক মেঘলা আকাশ রয়েছে দক্ষিণবঙ্গে। তবে, আগামী চার-পাঁচদিন বৃষ্টির সম্ভাবনা নেই।
তবে, সপ্তাহান্তে ফের ২-৪ ডিগ্রি কমতে পারে তাপমাত্রা। শীতের দ্বিতীয় ইনিংস শুরু হতে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের।
আগামী পাঁচ দিন উত্তরবঙ্গেও আংশিক মেঘলা আকাশ থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। প্রথম দু'দিন দার্জিলিং এবং কালিম্পঙয়ে হালকা বৃষ্টি সম্ভাবনা থাকছে পশ্চিমী ঝঞ্ঝার কারণে। বাকি জেলাগুলিতে আংশিক মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে।
দক্ষিণবঙ্গে আগামী ২৪ ঘণ্টায় আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভাবনা। ২৪ ঘণ্টা পর থেকে আস্তে আস্তে আকাশ পরিষ্কার হয়ে যাবে।
রাতের তাপমাত্রা ২৪ ঘণ্টায় তেমন পরিবর্তন নেই। ২৪ ঘণ্টা পর থেকে দুই থেকে চার ডিগ্রি তাপমাত্রা কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে।