বাংলা থেকে ছান্ডা কার্যত উধাও। কিন্তু আশার কথা শুনিয়ে রেখেছে আবহাওয়া দফতর। ফের একবার বাংলায় ঘুরে দাঁড়াবে শীত। বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গে ফের হাওয়া বদলের সম্ভাবনা।
মঙ্গল কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা বেড়েছিল। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। সোমবার এই তাপমাত্রা ছিল ১৫.৮ ডিগ্রি সেলসিয়াস। বুধবারও ফের হাওয়া অফিসের পূর্বাভাস মেনে সর্বনিম্ন তাপমাত্রা বাড়ল। আজ শহরের সর্বনিম্ন তাপমাত্রা ১৯.৯ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের ৪ ডিগ্রি বেশি।
তবে আবহাওয়া দফতরের পূর্বাভাস,২৪ ঘণ্টা পর থেকেই পারা পতন হতে পারে। তবে কনকনে ঠান্ডার আর সম্ভাবনা নেই বলেই মনে করছেন আবহাওয়াবিদরা।
হাওয়া অফিস বলছে, দক্ষিণবঙ্গে আগামী ২৪ ঘন্টায় আংশিক মেঘলা আকাশ থাকবে। ২৪ ঘণ্টা পর থেকে আস্তে আস্তে আকাশ পরিষ্কার হয়ে যাবে। রাতের তাপমাত্রা আগামী ২৪ ঘন্টায় তেমন একটা পরিবর্তন হবে না। তবে ২৪ ঘন্টা পর থেকে ২ থেকে ৪ ডিগ্রি তাপমাত্রা কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
আগামী ৫ দিনে উত্তরবঙ্গে আংশিক মেঘলা আকাশ থাকবে। প্রথম দার্জিলিং এবং কালিম্পং- এ হালকা বৃষ্টি সম্ভাবনা থাকছে। উত্তরের বাকি জেলাগুলিতে আংশিক মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে।
কলকাতায় এদিন আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভাবনা। শহরের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা আগামী ২৪ ঘণ্টায় ২৭ ও ১৯ ডিগ্রি থাকার সম্ভাবনা থাকছে।
এই মুহূর্তে যে আংশিক মেঘলা আকাশ তার কারণ বঙ্গোপসাগরে একটি গভীর নিম্নচাপ তৈরি হয়েছে। তার ফলে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে পশ্চিমবঙ্গে, তার জন্যই এই মেঘলা আকাশ বলে মনে করা হচ্ছে। তবে দক্ষিণবঙ্গে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।
এদিকে রাজ্যের দিকে পশ্চিমী ঝঞ্ঝার পথ পরিষ্কারে হচ্ছে। যার জেরে ফের উত্তরে হাওয়া বওয়ার পরিস্থিতি তৈরি হতে পারে কলকাতার পাশাপাশি দক্ষিণের জেলাগুলিতেও। ফলে বৃহস্পতিবার থেকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে শীত নতুন খেলা দেখাবে।