বাংলা জুড়ে শীতের আমেজ। তরতরিয়ে নামছে তাপমাত্রা। আর দিন দুই পরে কালীপুজো। সেসময় আবহাওয়া আরও মনোরম হতে চলেছে।
আমাদের রাজ্যে ও গোটা পূর্ব ভারতে উত্তর-পশ্চিমের শীতল হাওয়ার প্রভাবে তাপমাত্রা অনেকটা নেমে গিয়েছে। এই হাওয়ার কারণে রাতের দিকে তাপমাত্রা নামছে। কলকাতাতেও ভোরের দিকে অনুভব হচ্ছে শীতের আমেজ।
কোনও কোনও জায়গায় কুয়াশার দেখা মিলছে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে তাপমাত্রা। উধাও হচ্ছে শীতের আমেজ। তবে বাতাসে আদ্রতার পরিমাণ অনেকটাই কমেছে।
কলকাতাতে দু-একদিনের মধ্যে আরও ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াসের মতো তাপমাত্রা কমবে। পশ্চিমের কয়েকটি জেলাতে তাপমাত্রা কমতে শুরু করেছে।
উত্তরবঙ্গের ক্ষেত্রে আগামী ২ দিন দার্জিলিং কালিম্পংয়ে হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। দার্জিলিংয়ে তাপমাত্রা স্বাভাবিকই থাকবে।