হাঁসফাঁস গরমে খানিক নিস্তার মিলতে চলেছে। শুক্রবার সকাল থেকেই কলকাতায় মেঘলা আকাশ। মাঝে মাঝে উঁকি দিচ্ছে হালকা রোদ। চৈত্রের শুরুতেই গরমেই নাজেহাল রাজ্যবাসী। তবে কিছু জেলার জন্য খুশির খবর শোনাল আলিপুর আবহাওয়া অফিস।
হাওয়া অফিসের জানিয়েছে, এই মুহূর্তে একটি ওয়েদার সিস্টেম রয়েছে সিকিম থেকে নীচে ছত্তিশগড় পর্যন্ত একটি অক্ষরেখা আছে।
এর সঙ্গে দক্ষিণ দিক থেকে আসা হাওয়া উত্তর-পূর্ব ভারত ও উত্তরবঙ্গের দিকে সমুদ্রের ওপর থেকে যাওয়ার সময় প্রচুর পরিমাণ জলীয়বাষ্প যাচ্ছে।
এর ফলে আগামী পাঁচ দিন উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা আছে দার্জিলিং ও কালিম্পং জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা আছে।
আগামী ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গের সমস্ত জেলায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। ২৭ ও ২৮ তারিখ নাগাদও বৃষ্টি হবে।
দক্ষিণবঙ্গের ক্ষেত্রে মূলত মেঘলা আকাশ থাকবে। দুই ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে একটু বেশি মেঘলা থাকবে। এই দুই জেলাতেই হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। আজ বা কাল খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা আছে।