Bengal Weather Update Rain Forecast: গরমে বেজায় সমস্যায় রাজ্যের মানুষ। আবহাওয়া যেন অস্বস্তিকর। বৃষ্টি না এলে শান্তি নেই। এরই মাঝে কিছুটা আশার কথা শুনিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। তারা জানাচ্ছে, উত্তরবঙ্গের ৫টি জেলায় বৃষ্টি হতে পারে। পাশাপাশি দক্ষিণবঙ্গের কোনও কোনও জেলায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
বাতাস বওয়ার সামান্য একটু পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে দক্ষিণ-পশ্চিম দিক থেকে আসা হাওয়ার সঙ্গে কিছু আর্দ্রতা ঢুকতে দেখা যাচ্ছে। এ ছাড়া সিকিমের ওপর থেকে ছত্তিশগড় পর্যন্ত একটি অক্ষরেখা দেখা যাচ্ছে।
আরও পড়ুন: COVID বিধি মেনে কামারপুকুরে পালিত কল্পতরু উৎসব, হাজির ভক্তরা
এর ফলে দক্ষিণ দিক থেকে আসা বাতাসের সঙ্গে কিছু আর্দ্রতা ঢুকতে দেখা যাচ্ছে। এর ফলে আগামী ৪ দিন উত্তরবঙ্গের ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
বিশেষ করে ওপরের যে ৫টি জেলা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ারে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে।
দার্জিলিং, কালিম্পঙে একটু বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। উত্তরবঙ্গে তাপমাত্রার কোনও পরিবর্তন নেই। অর্থাৎ যেমনটা আছে তেমনটাই থাকবে।
দক্ষিণবঙ্গের ক্ষেত্রে এতদিন আমরা যে গরমটা পেয়েছিলাম সেই গরমটাই থাকবে। এই মুহূর্তে বিশেষ করে বাড়বে না। তবে তাপমাত্রা স্বাভাবিকের থেকে ২-৩ ডিগ্রি বেশি অনেক জায়গায়।
সেটা বজায় থাকবে। এতদিন যে গরম ছিল শুষ্ক। এবার কিন্তু দক্ষিণবঙ্গে যে আর্দ্রতা ঢুকছে। তাই জন্য একটু অস্বস্তিকর ঘাম হবে বলে মনে করা হচ্ছে।
এ ছাড়া যেহেতু এই আর্দ্রতা ঢকছে তাই জন্য উপকূলবর্তী জেলা দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, ওপরের দিকে নদিয়া, মুর্শিদাবাদ এই জেলাগুলিতে মেঘলা আকাশ থাকবে।
এর সঙ্গে খুব হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। খুব কম। না থাকার মতো। ছিঁটোফোঁটা। মেঘলা হওয়ার ফেল দিনের তাপমাত্রা বাড়বে না। তবে সর্বনিম্ন তাপমাত্রা কমবে না। যেহেতু তাপ বাইরে বেরিয়ে যেতে পারবে না। উপকূলের জেলায় মেঘলা আকাশের সম্ভাবনা।