আজও কাটছে না দুর্যোগ। শনিবার দমকা হাওয়ার সঙ্গে ঝড়বৃষ্টির সম্ভাবনা আছে। ভিজবে দুই বঙ্গই। নিম্নচাপ অক্ষরেখার জেরে শনিবার পর্যন্তই চলবে বৃষ্টি।
আগামিকাল থেকে দক্ষিণবঙ্গের আবহাওয়া উন্নতি হবে। শুধুমাত্র উত্তর-দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে। ৩ তারিখ থেকে দক্ষিণবঙ্গের আকাশ পরিষ্কার হবে। শুষ্ক আবহাওয়া থাকবে।
উত্তরবঙ্গের ক্ষেত্রে আগামী দু'দিন এরকমই আবহাওয়া থাকবে। হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি থাকবে। সঙ্গে মাঝেমধ্যে শিলাবৃষ্টির সম্ভাবনা থাকছে।
উত্তরবঙ্গে সতর্কতা জারি করা হয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি জেলাতে।
কলকাতায় আজ তাপমাত্রা ২২ ডিগ্রি থেকে ২৮ ডিগ্রি থাকার সম্ভাবনা আছে। কাল থেকে তাপমাত্রা দু-চার ডিগ্রি বাড়ার সম্ভাবনা থাকছে।