West Bengal Weather Forecast: আজ ৩১শে মার্চ সকালে কয়েক ঘন্টার মধ্যে রাজ্যজুড়ে একাধিক জায়গায় তুমুল ঝড়-বৃষ্টির পূর্বাভাস। অল্প কিছুক্ষণের মধ্যেই কলকাতা, হাওড়া সহ শহরতলির একাধিক জায়গায় ধেয়ে আসতে চলেছে ঝড়-বৃষ্টি।
বঙ্গোপসাগর থেকে পশ্চিমাঞ্চলে নিম্নচাপ গঠনের জেরে এবং আর্দ্রতার বৃদ্ধির ফলে ৩১শে মার্চ শুক্রবার থেকে ১লা এপ্রিল শনিবার আবহাওয়ার তুমুল তাণ্ডবের আশঙ্কা করেই জেলাগুলিকে সতর্ক করল নবান্ন।
আবহাওয়া দফতর সূত্রে সতর্কতা, পশ্চিমবঙ্গের জেলাগুলিতে আগামী দু'দিন শিলাবৃষ্টি-সহ বজ্রঝড় এবং ৪০-৫০ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে দমকা হাওয়ার সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও ঝড় হবে। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ, ভাসবে গোটা রাজ্যই।
বাঁকুড়া,পুরুলিয়ায়,পশ্চিম মেদিনীপুর-সহ একাধিক জেলাকে সতর্ক করা হয়েছে আবহাওয়া দফতরের তরফে। জেলাগুলোতে প্রয়োজনীয় পদক্ষেপ এর নির্দেশ দিয়েছে নবান্নও।
প্রয়োজনীয় ত্রান সামগ্রী যাতে প্রস্তুত রাখা হয় সেই বিষয়েও নির্দেশ দেওয়া হয়েছে জেলাগুলোকে। বিশেষত পশ্চিমাঅঞ্চলের জেলাগুলোতে নেওয়া হচ্ছে একাধিক পদক্ষেপ। শুক্র-শনিতে রাজ্যের জেলায় জেলায় বিপদের পূর্বভাস! ঝড়বৃষ্টিতে তছনছ হতে পারে বাংলার আবহাওয়া।
আবহাওয়া দফতর জানিয়েছে, আজ, বৃহস্পতিবার আবহাওয়ার পরিবর্তন হবে বেশ কিছুটা। শুক্রবার রাজ্য জুড়ে ঝড় বৃষ্টির আশঙ্কা। বজ্রপাত, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, শিলাবৃষ্টির আশঙ্কা। দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। শনিবার পর্যন্ত এই পরিস্থিতি থাকবে। তবে শুক্রবার থেকে ঝড় বৃষ্টির পরিমাণ আরও বাড়বে। শুক্র ও শনিবার ঝড়-বৃষ্টি বেশি হওয়ার সম্ভাবনা বিভিন্ন জেলাতে। শুক্রবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা।
শিলাবৃষ্টির সম্ভাবনা থাকবে বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদীয়া জেলাতে। শুক্রবার বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলাতে।