scorecardresearch
 
Advertisement
পশ্চিমবঙ্গ

Bengal Weather Update: আগামী ৫ দিন পর আরও নামবে তাপমাত্রা, পূর্বাভাস হাওয়া অফিসের

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের ভ্রূকুটি
  • 1/8

West Bengal Weather Update: বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের ভ্রূকুটি। দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন আন্দামান সাগরে একটি নিম্নচাপ তৈরি হয়েছে, যে কারণে বুধবার থেকেই বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছিল মৌসম ভবন। তবে বাংলায় কি তার প্রভাব পড়বে?
 

বাংলায় আপাতত কোনও নিম্নচাপের প্রভাব নেই
  • 2/8

এই নিম্নচাপের জেরে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে প্রবল বৃষ্টি হবে৷ বাংলায় আপাতত কোনও নিম্নচাপের প্রভাব নেই। তবে আর পাঁচদিন পর আবহাওয়ার পরিবর্তন হবে।
 

এই মুহূর্তে কোনও ওয়েদার সিস্টেম নেই দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের জন্য
  • 3/8

আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, এই মুহূর্তে দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের জন্য কোনও ওয়েদার সিস্টেম নেই। শুষ্ক আবহাওয়া থাকবে। দক্ষিণবঙ্গে মাঝেমধ্যে দু'এক জায়গায় আংশিক মেঘলা আকাশ থাকতে পারে।

Advertisement
 রাতের তাপমাত্রার কোনও পরিবর্তন আপাতত নেই
  • 4/8

রাতের তাপমাত্রা মঙ্গলবারের থেকে বুধবার কিছুটা কম রয়েছে। রাতের তাপমাত্রার কোনও পরিবর্তন আপাতত নেই। 
 

দিনের তাপমাত্রা স্বাভাবিক থাকবে
  • 5/8

দিনের তাপমাত্রা স্বাভাবিক থাকবে। কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে দিনের তাপমাত্রা সর্বোচ্চ ২৯ থেকে ৩০ ডিগ্রি কাছাকাছি থাকবে। 
 

রাতের তাপমাত্রা সর্বনিম্ন ১৮ ডিগ্রির কাছাকাছি থাকবে
  • 6/8

রাতের তাপমাত্রা সর্বনিম্ন ১৮ ডিগ্রির কাছাকাছি থাকবে আর পশ্চিমের জেলাগুলিতে আরও ২-৪ ডিগ্রি কম থাকবে। 
 

আগামী ৪-৫ দিন রাতের তাপমাত্রা একইরকম থাকবে
  • 7/8

আগামী ৪-৫ দিন রাতের তাপমাত্রা একইরকম থাকবে। ২২ নভেম্বরের পর থেকে তাপমাত্রা আরও একটু কমবে। 
 

Advertisement
 দু'এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে
  • 8/8

উত্তরবঙ্গের ক্ষেত্রে শুধু পাহাড়ি এলাকায় দার্জিলিং ও কালিম্পঙয়ে দু'এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
 

Advertisement