বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের কারণে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় 'অশনি'। আগামী ২১ তারিখ তা আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের গা ঘেঁষে আছড়ে পড়ার সম্ভাবনা।
আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর সাগরের উপর নিম্নচাপ আছে। যা ১৯ তারিখ নাগাদ সুস্পষ্ট নিম্নচাপ হওয়ার সম্ভাবনা রয়েছে। ২০ তারিখ আরও খানিকটা ঘনীভূত হয়ে তা গভীর নিম্নচাপে পরিণত হবে।
পূর্ব দিকে মুখ করে আন্দামান সাগরের উপর দিয়ে আন্দামানে পৌঁছবে। বাংলাদেশ, মায়ানমার হয়ে ঢুকবে এই নিম্নচাপ।
ফলে বাংলায় আপাতত দুশ্চিন্তা থেকে রেহাই। এখানে ঘূর্ণিঝড়ের কোনও প্রভাবই পড়বে না, বলে জানিয়েছে হাওয়া অফিস।
শুক্রবার দোল উৎসবে আবহাওয়া দুই বঙ্গেই শুষ্ক থাকবে। কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। বরং, গরম আরও বাড়বে।
কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা বেড়েছে। হাওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী আগামী ৩-৪ দিনে তাপমাত্রা আরও বাড়বে।