scorecardresearch
 
Advertisement
পশ্চিমবঙ্গ

Weather Forecast: ঘূর্ণিঝড় অশনির প্রভাব বাংলায় পড়বে? হাওয়া অফিসের পূর্বাভাস

Weather Forecast: ঘূর্ণিঝড় অশনির প্রভাব বাংলায় পড়বে? হাওয়া অফিসের পূর্বাভাস
  • 1/8

সাইক্লোন অশনিকে ঘিরে দুশ্চিন্তার মেঘ ক্রমশ ঘনাচ্ছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, চলতি মাসের ২১ তারিখে এই সাইক্লোন আছড়ে পড়বে আন্দামান দ্বীপপুঞ্জে। তবে এই ঘূর্ণিঝড়ের ক্ষেত্রে পশ্চিমবঙ্গের জন্য কোনও সতর্ক বার্তা দেওয়া হয়নি।

Weather Forecast: ঘূর্ণিঝড় অশনির প্রভাব বাংলায় পড়বে? হাওয়া অফিসের পূর্বাভাস
  • 2/8

বিগত কয়েকদিন ধরেই এ রাজ্যের তাপমাত্রা ক্রমশ ঊর্ধ্বমুখী। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা বেড়েছে। হাওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী আগামী ৩-৪ দিনে তাপমাত্রা আরও বাড়বে।

Weather Forecast: ঘূর্ণিঝড় অশনির প্রভাব বাংলায় পড়বে? হাওয়া অফিসের পূর্বাভাস
  • 3/8

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী পাঁচ দিন উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের বৃষ্টির কোন সম্ভাবনা নেই। অর্থাৎ, আবহাওয়া শুষ্ক থাকবে। তাপমাত্রারও তেমন কোনো পরিবর্তন হবে না।

Advertisement
Weather Forecast: ঘূর্ণিঝড় অশনির প্রভাব বাংলায় পড়বে? হাওয়া অফিসের পূর্বাভাস
  • 4/8

এখন দিন আর রাতে যেই তাপমাত্রা চলছে, আগামী পাঁচ দিনেও একই থাকবে। এই মুহূর্তে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর সাগরের উপর একটি নিম্নচাপ আছে।

Weather Forecast: ঘূর্ণিঝড় অশনির প্রভাব বাংলায় পড়বে? হাওয়া অফিসের পূর্বাভাস
  • 5/8

এই নিম্নচাপটি পূর্ব দিকে মুখ করে আন্দামান সাগরের উপর দিয়ে আন্দামানে পৌঁছাবে। ১৯ তারিখ সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হবে।

Weather Forecast: ঘূর্ণিঝড় অশনির প্রভাব বাংলায় পড়বে? হাওয়া অফিসের পূর্বাভাস
  • 6/8

২০ মার্চ তারিখে আরো একটু ঘুণের ভিতরে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হবে। ২০ তারিখের পর থেকে সোজা উত্তর দিকে আন্দামান এবং নিকোবর আইল্যান্ড এর গা ঘেঁষে অগ্রসর হবে।

Weather Forecast: ঘূর্ণিঝড় অশনির প্রভাব বাংলায় পড়বে? হাওয়া অফিসের পূর্বাভাস
  • 7/8

২১ তারিখ নাগাদ একটি ঘূর্ণিঝড়ে পরিণত হবে এবং উত্তর-পূর্বদিকে মায়ানমার এবং বাংলাদেশের দিকে অগ্রসর হবে।

Advertisement
Weather Forecast: ঘূর্ণিঝড় অশনির প্রভাব বাংলায় পড়বে? হাওয়া অফিসের পূর্বাভাস
  • 8/8

আবহাওয়া দফতর সূত্রের খবর অনুযায়ী, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর সাগরের ওই নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের কোনও প্রভাব আমাদের পশ্চিমবঙ্গে পড়বে না। সোজা মায়ানমার-বাংলাদেশ উপকূলের দিকে চলে যাবে।

Advertisement