Weather Update: বুধবার সকাল থেকেই মেঘাচ্ছন্ন। আজও দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি ও কোথাও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
নিম্নচাপের কারণে, মঙ্গলবার থেকে ঝোড়ো হাওয়া ও হালকা থেকে মাঝারি বৃষ্টিতে ভিজেছে দক্ষিণবঙ্গ। উপকূলের এলাকাগুলিতে অপেক্ষাকৃত বেশি বৃষ্টিপাত হয়েছে।
এই মুহূর্তে নিম্নচাপটি গভীর নিম্নচাপে পরিণত হয়ে ওড়িশা উপকূলে বিরাজ করছে। এর ফলে আজ বুধবার ও বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের সব জেলাগুলিতেই বৃষ্টি হবে।
কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে আপাতত হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। তবে আগামী ১০ ও ১১ তারিখ সকালের দিকে কলকাতায় বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়তে পারে, দু'এক জায়গায় ভারী বৃষ্টিও হতে পারে।
১২ তারিখ থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ ধীরে ধীরে কমবে। অন্যদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে আগামী পাঁচ দিন হালকা বৃষ্টি চলবে। তাপমাত্রাও খানিকটা বাড়বে।