scorecardresearch
 
Advertisement
পশ্চিমবঙ্গ

Winter Back Weather: শীত ফিরছে? একধাক্কায় ৫ ডিগ্রি কমল তাপমাত্রা

Winter Back
  • 1/9

এবারের সরস্বতী পুজোয় তেমন ঠান্ডা ছিল না। উষ্ণই ছিল বাঙালির ভ্যালেন্টাইন্স ডে। তবে ১৪ ফেব্রুয়ারি  প্রেমদিবসের আগে ফের শীতের আমেজ ফিরল শহরে। 
 

Winter Back
  • 2/9

বলা যায় এ যেন ভালবাসার মরশুমে শীতের কামব্যাক। ফের এক ধাক্কায় ৫ ডিগ্রি নামল সর্বনিম্ন তাপমাত্রার পারদ। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম।গতকাল সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২১.৮ ডিগ্রি সেলসিয়াস।
 

Winter Back
  • 3/9

রাজ্য জুড়েই এদিন তাপমাত্রা বেশি কিছুটা কমেছে। হাওয়া অফিস বলছে, আগামী ২৪ ঘন্টায় আরও  কিছুটা নামবে পারদ । বুধবার পর্যন্ত এমন পরিস্থিতি  বজায় থাকবে।
 

Advertisement
Winter Back
  • 4/9

 জেলায় জেলায় আগামী ৪৮ ঘন্টা শীতের এই নতুন ইনিংস চলবে।  হালকা আমেজ কলকাতা শহরক ও সংলগ্ন এলাকায় অনুভূত হবে।  তবে বৃহস্পতিবার থেকে ফের  তাপমাত্রা ক্রমশ ঊর্ধ্বমুখী হবে ।
 

Winter Back
  • 5/9

রাজ্য জুড়েই আকাশ পরিষ্কার থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। মাঘ বিদায়ের সঙ্গে সঙ্গে শীতও বিদায় নিতে চলেছে বলেই জানাচ্ছেন আবহাওয়াবিদরা।
 

Winter Back
  • 6/9

উত্তরবঙ্গের ক্ষেত্রে মঙ্গলবার  দার্জিলিং-এর কোনও কোনও জায়গায় হাল্কা বৃষ্টি হতে পারে। বাকি সব জেলার আবহাওয়া শুকনো থাকবে।  বুধবার থেকে উত্তরের জেলাগুলিতে তাপমাত্রা ফের ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনা। হিমালয় সংলগ্ন জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে।
 

Winter Back
  • 7/9

দক্ষিণবঙ্গের ক্ষেত্রে  বুধবার পর্যন্ত  সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। রাজ্যের উত্তরের তুলনায় দক্ষিণের জেলাগুলিতে পারদ পতনের পরিমাণ উত্তরবঙ্গের তুলনায় বেশি। তার মধ্যে পশ্চিমের জেলাগুলিতে আরও বেশি। বুধবার  পর্যন্ত এই ধরনের আবহাওয়া বজায় থাকবে।  তারপর  তাপমাত্রা ফের ঊর্ধ্বমুখী হবে বলে মনে করছেন আবহাওয়াবিদরা।

Advertisement
Winter Back
  • 8/9

কলকাতার ক্ষেত্রে আগামী ২৪ ঘণ্টায় আকাশ পরিষ্কার থাকবে, সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৯ ও ১৫ ডিগ্রি লেসসিয়াসের আশেপাশে। সকাল ও সন্ধ্যায় শীতের আমেজ বজায় থাকবে । বৃহস্পতিবার থেকে তাপমাত্রা ক্রমশ ঊর্ধ্বমুখী হবে । তারপরই এই মরসুমের মতো কার্যত বিদায় নেবে শীত।
 

Winter Back
  • 9/9

এদিকে আগামী মঙ্গলবার নতুন করে উত্তর-পশ্চিম ভারতের পার্বত্য এলাকায় পশ্চিমি ঝঞ্ঝা ঢুকবে। মঙ্গলবার থেকে বৃহস্পতিবার কাশ্মীর, লাদাখ, মুজাফফরাবাদ ও অরুণাচল প্রদেশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে অসম এবং নাগাল্যান্ডের কিছু এলাকায়। উত্তর-পশ্চিম ভারতের সমতল এলাকায় বুধবার পর্যন্ত ৩০ থেকে ৩৫ কিলোমিটার বেগে হাওয়া বইবে। পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লির কিছু অংশ এবং উত্তরপ্রদেশে হাওয়া বইবে।

Advertisement