scorecardresearch
 
Advertisement
পশ্চিমবঙ্গ

Weekly Weather Forecast: বাড়ছে রোদের তীব্রতা, নতুন সপ্তাহে কতটা চড়তে পারে তাপমাত্রা?

Weather Forecast
  • 1/9

প্রেমের মরশুম চলছে, কিন্তু উধাও শীতের আমেজ। রীতিমত তাপমাত্রা বাড়ছে কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলের। 

Weather Forecast
  • 2/9

হাওয়া অফিস আগেই জানিয়েছিল কলকাতার তাপমাত্রা এবার বাড়তে শুরু করবে। আর সেই মতেই চড়তে শুরু করেছে পারদ। রবিবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২১.৮ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের ৪ ডিগ্রি বেশি। সর্বোচ্চ তাপমাত্রা ৩১.২ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের ২ ডিগ্রি বেশি। 
 

Weather Forecast
  • 3/9

এদিন কলকাতা-সহ বিভিন্ন জায়গায় ন্যূনতম তাপমাত্রা অনেকটাই বেড়েছে। এদিন রাত থেকে রাজ্য জুড়ে আবহাওয়ায় বড় পরিবর্তনের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। 
 

Advertisement
Weather Forecast
  • 4/9

তাপমাত্রা পুরোপুরি ঊর্ধ্বমুখী হওয়ায় আগে আপাতত আবহাওয়ার খামখেয়ালিপনা চলবে। কখনও কখনও শীতের আমেজ, হাল্কা হাওয়া। কখনও আবার বেশ গরম। 
 

Weather Forecast
  • 5/9

 উপকূল ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা অনেকটাই বেড়ে গিয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, শীতের ফিরে আসার সম্ভাবনা নেই।

Weather Forecast
  • 6/9

আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ৫  দিন পশ্চিমবঙ্গের কোথাও বৃষ্টিপাতের সেরকম কোনও সম্ভাবনা নেই। কেবলমাত্র দার্জিলিং , জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ারের আগামী তিন দিন দু এক জায়গায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। 
 

Weather Forecast
  • 7/9

আগামী তিনদিন হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের জেলাগুলির কোনও কোনও জায়গায় হাল্কা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে।
 

Advertisement
Weather Forecast
  • 8/9

গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপকূলের জেলাগুলি অর্থাৎ পূর্ব-পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া ও হুগলিতে কুয়াশা থাকতে পারে ৷ বৃষ্টিপাতের সম্ভাবনা নেই।

Weather Forecast
  • 9/9

আবহাওয়া দফতর আরও জানিয়েছে, দুই বঙ্গেই মূলত শুষ্ক ও পরিষ্কার আবহাওয়া থাকবে। কলকাতার ক্ষেত্রে আগামী ২৪ ঘণ্টায় সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা থাকছে। কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে।

Advertisement