Advertisement
পশ্চিমবঙ্গ

WB Weather Update: বাড়ল শহরের তাপমাত্রা, শিবরাত্রি থেকেই আমূল হাওয়া বদল, থাকল আপডেট

  • 1/11

ফাল্গুনেও শীতের ব্যাটিং অব্যাহত থেকেছে গত দু'দিন। মঙ্গলবারের চেয়ে বুধবার তাপমাত্রার পারদ আরও নামতে দেখা যায়। 
 

  • 2/11

বুধবার সকালে কলকাতা-সহ বিভিন্ন জায়গায় ন্যূনতম তাপমাত্রা মঙ্গলবারের থেকে কিছুটা কম থেকেছে। এযেন বিদায়ের আগে একটা কামড় দিয়ে যাওয়া। 
 

  • 3/11

তবে বাংলায় এবার শেষ হচ্ছে শীতের দিন। বৃহস্পতিবার অর্থাৎ আজ থেকেই হুহু করে বাড়তে থাকবে দিন ও রাতের তাপমাত্রা। 
 

Advertisement
  • 4/11

উত্তরবঙ্গে কুয়াশার প্রভাব থাকবে আরও বেশ কয়েকটা দিন।পাহাড়ের বেশিরভাগ জেলাতে হালকা মাঝারি কুয়াশা দেখা যাবে। বিক্ষিপ্তভাবে ঘন কুয়াশা হতে পারে দক্ষিণবঙ্গের কিছু অংশেও।
 

  • 5/11

 দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কোচবিহারে কুয়াশার সম্ভাবনা বেশি বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
 

  • 6/11


 হাওয়া অফিস বলছে, শনিবার থেকে] বাড়বে তাপমাত্রা। উত্তর ও দক্ষিণ দুই বঙ্গেই  ঊর্ধ্বমুখী হবে পারদ। দিন ও রাতের দুটো তাপমাত্রাই বাড়তে শুরু করবে। 
 

 
 

 

 

  • 7/11

তবে আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে যে, কলকাতা শহরের তেমন শীত অনুভূত না হলেও, তার পার্শ্ববর্তী জেলাগুলি বা পশ্চিমের জেলাগুলিতে সকালের দিকে ঠান্ডার আমেজ পাওয়া যাবে। 

Advertisement
  • 8/11

 উত্তরবঙ্গের আবহাওয়ায় আরো বেশ কিছুদিন শীত শীত ভাব থাকবে। বরাবরই দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গ থেকে শীত দেরিতে বিদায় নেয়। এবারও তার অন্যথা হবে না। মাঝ ফেব্রুয়ারিতে এসেও উত্তরবঙ্গের বহু জায়গায় এখনো তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াস বা তার কাছাকাছি রয়েছে। 

  • 9/11

এই মুহূর্তে গোটা উত্তরবঙ্গের কোথাও আজ বৃষ্টির তেমন সম্ভাবনা নেই। শুধু বিক্ষিপ্ত ভাবে কিছু কিছু জেলায় ভোরের দিকে কুয়াশা দেখা যাবে। আগামী ৪ থেকে ৫ দিনের মধ্যে রাতের সর্বনিম্ন তাপমাত্রা ৩ ডিগ্রি সেলসিয়াস থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। বর্তমানে উত্তরবঙ্গে

  • 10/11

দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে সকাল ও রাতের দিকে শীতের আমেজ থাকবে। রাতের তাপমাত্রা আগামী ৫ দিনে ধীরে ধীরে ৩ ডিগ্রি সেলসিয়াস থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস বাড়বে। গোটা দক্ষিণবঙ্গের কোথাও এই মুহুর্তে বৃষ্টির দেখা মিলবে না। তবে ভোরের দিকে বিক্ষিপ্ত ভাবে কুয়াশার দাপট লক্ষ্য করা যাবে। 
 

  • 11/11

আগামী ২৪ ঘণ্টায় কলকাতায় মূলত পরিষ্কার আকাশ। সকালে শীতের আমেজও ক্রমশ উধাও হবে। বেলা বাড়লে উষ্ণতা বাড়বে। শনিবারের পর কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রি ও সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রির ওপরে থাকবে। নতুন করে তাপমাত্রা নামার সম্ভাবনা আর নেই।

Advertisement