বুধবার আরও কমল তাপমাত্রা। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৫ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম। গতকাল মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
বুধবার আরও কমল তাপমাত্রা। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৫ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম। গতকাল মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
এই মরশুমে হাতেগোনা কয়েকদিন জাঁকিয়ে শীত পড়েছিল। বেশিরভাগ সময়ই আবহাওয়ার খামখেয়ালি ছিল। এবার খুব তাড়াতাড়িই বাংলা থেকে বিদায় নেবে শীতের আমেজ। কাল থেকে যার শুরু হয়ে যাবে।
কাল কলকাতা ও আশপাশের অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ১৬ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বোচ্চ তাপমাত্রা ছুঁতে পারে ২৮ ডিগ্রি।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণবঙ্গ আগামী ৫ দিন রাতের তাপমাত্রা ৩-৫ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পাবে।
১৮ তারিখ শনিবারের পর থেকে সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াসের উপরে থাকবে। আর সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রির উপরে থাকবে। ফলে শীত অনুভূত হবে না কলকাতায়।
একই পরিস্থিতি উত্তরবঙ্গের ক্ষেত্রেও। সেখানেও তাপমাত্রা ৫ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলার এক বা দুই জায়গায় হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে।