Advertisement
পশ্চিমবঙ্গ

Weather Forecast: নতুন সপ্তাহে আবহাওয়ার বিরাট বদল, এ বারের মত শীতের সমাপ্তি বঙ্গে ?

  • 1/11

এক ধাক্কায় অনেকটাই নেমেছিল পারদ। শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩.৩ ডিগ্রি সেলসিয়াস। শনিবার  ভোরের দিকে কলকাতার তাপমাত্রা ১৪ ডিগ্রি ছুঁয়েছিল। 

  • 2/11


রবিবারও শীতের আমেজ বজায় থাকবে বলেই মনে করছে হাওয়া অফিস। তবে এরপর সোমবার থেকে চড়তে পারে পারদ।  কারণ এই মুহূর্তে রাজ্যের তাপমাত্রা ঊর্ধমুখী। এদিন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.১ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের ২ ডিগ্রি  বেশি।

 

 

  • 3/11

তাপমাত্রা আর নীচের দিকে যাবে না বলেই জানাচ্ছেন আবহাওয়াবিদরা। উত্তরবঙ্গ তুলনামূলক ঠান্ডা থাকলেও দক্ষিণবঙ্গের তাপমাত্রা বেশিই থাকতে চলেছে।
 

 
 

 

 

Advertisement
  • 4/11

একের পর এক পশ্চিমী ঝঞ্ঝা উত্তর-পশ্চিমের  হাওয়ায় ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াচ্ছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। তার জেরেই বাড়বে দিন ও রাতের তাপমাত্রা। আগামী সপ্তাহে থাকবে শুষ্ক আবহাওয়া। বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। আর শীতের আমেজ ক্রমশ কমবে।

  • 5/11

হাওয়া অফিস বলছে, একটি সক্রিয় পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে উত্তর পশ্চিম ভারতে। পরপর আরো দুটি পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে, একটি পাকিস্তানে এবং আরেকটি তারও পিছনে আফগানিস্তানে। ঘূর্ণাবর্ত রয়েছে রাজস্থান ও সংলগ্ন এলাকায়। এই তিনটি সিস্টেম পরপর থাকার কারণে কোনও উত্তর-পশ্চিম বায়ু রাজ্যে ঢুকছে না।
 

  • 6/11

কলকাতায় আজ  থেকেই দিনের বেলায় শীতের আমেজ উধাও হবে। আগামী সোমবার থেকে বৃহস্পতিবারের মধ্যে রীতিমতো উষ্ণতার ছোঁয়া থাকবে শহরে। সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রির কাছাকাছি এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াস এর কাছাকাছি চলে যাবে।
 

  • 7/11

হাওয়া অফিসের পূর্বাভাস, আগামী ৫ থেকে ৭ দিন দক্ষিণবঙ্গে তাপমাত্রা স্বাভাবিকের উপরে থাকবে। সর্বনিম্ন তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি বাড়বে এবং সর্বোচ্চ তাপমাত্রাও ২ থেকে ৩ ডিগ্রি বাড়বে।

Advertisement
  • 8/11


পরপর পশ্চিমী ঝঞ্ঝা এবং ঘূর্ণাবর্তের কারণে আগামী ৫  থেকে ৭ দিন শীতের কোনো অনুভূতি তেমন থাকবে না, তাপমাত্রা বরং বৃদ্ধির দিকে ট্রেন্ড থাকবে।
 

  • 9/11

কলকাতার ক্ষেত্রে  বুধবার তাপমাত্রা ১৮ ডিগ্রিতে গিয়ে দাঁড়াতে পারে। ২৫ তারিখ অর্থাৎ সরস্বতী পুজোর দিনও  তাপমাত্রা প্রায় একই থাকতে পারে। এরপর ২৬ তারিখ পারদ আরও চড়বে। শহরে  শীত নিয়ে আপাতত আবহাওয়া দফতরের এই পূর্বাভাস। 

  • 10/11

কোনও কোনও সময় জানুয়ারির একেবারে শেষে কিংবা ফেব্রুয়ারির প্রথমের দিকে তাপমাত্রা কিছুটা নামে। তবে সেব্যাপারে এখন কিছুই নিশ্চিত করে বলতে পারছে না আবহাওয়া দফতর।
 

  • 11/11

আগামী ৭ দিন কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা নেই, পরিষ্কার শুষ্ক আবহাওয়া থাকবে এই মুহূর্তে শীত বাড়ার কোন সম্ভাবনা নেই, বরং  শীত কমার সম্ভাবনা রয়েছে ২ ডিগ্রি থেকে  ৪ ডিগ্রি।
 

Advertisement