scorecardresearch
 
Advertisement
পশ্চিমবঙ্গ

Saraswati Puja Weather Update: সরস্বতী পুজোয় কি সোয়েটার গলাতে হবে? সুখবর হাওয়া অফিসের

West Bengal weather Forecast
  • 1/8

তেমন ঠান্ডা আর নেই? তাপমাত্রা অনেকটাই বেড়ে গিয়েছে। সরস্বতী পুজোর দিন তাপমাত্রা কেমন থাকবে? শীত কি পড়বে না বসন্তের এমন আগমনী সুরই বাজবে? আবহাওয়ার পূর্বাভাসে সুখবরই রয়েছে বঙ্গবাসীর, বিশেষত প্রণয়জুটিদের জন্য। 

West Bengal weather Forecast
  • 2/8

উত্তর ও দক্ষিণবঙ্গে আগামী ৫ দিন শুষ্ক ও পরিষ্কার আবহাওয়া থাকবে। গত ২৪ ঘণ্টায় তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বেড়ে গিয়েছে। 
 

West Bengal weather Forecast
  • 3/8

আগামী ৩-৪ দিনে দক্ষিণবঙ্গের রাতের তাপমাত্রা আরও ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বাড়বে। ফলে দক্ষিণবঙ্গে ঠান্ডার প্রভাব অনেকটাই কমে যাবে। 

Advertisement
West Bengal weather Forecast
  • 4/8

আগামী এক সপ্তাহ আবহাওয়ায় কোনও বদল নেই। সরস্বতী পুজো গরমেই কাটবে। ফলে পাঞ্জাবি, ধুতির পরে ঘুরতে পারবেন পুরুষরা। আর মহিলা পরতে পারবেন শাড়ি। আলাদা করে গরম পোশাক নেওয়ার দরকার পড়বে না। আর সরস্বতী পুজো মানেই তো নিজের সেরা সাজে প্রিয় মানুষের সঙ্গে ঘোরা।     

West Bengal weather Forecast
  • 5/8

উত্তরবঙ্গের ক্ষেত্রে বর্তমানে যে তাপমাত্রা চলছে সেটা স্বাভাবিকের কাছাকাছি। আগামী ৩ দিনে তাপমাত্রা বড় বদল হবে না। তবে ঠান্ডা অনুভূত হবে আরও কয়েক দিন।

West Bengal weather Forecast
  • 6/8

কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে আগামী ২৪ ঘণ্টায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.১ ডিগ্রি সেলিসিয়াস। আর সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬.৪ ডিগ্রির কাছাকাছি।

West Bengal weather Forecast
  • 7/8

কলকাতায় আগামী ৩-৪ দিনে আরও ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে।

Advertisement
West Bengal weather Forecast
  • 8/8

১৮ ডিগ্রির কাছাকাছি এসে দাঁড়াবে দিনের তাপমাত্রা। কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা দাঁড়াবে ২৮ ডিগ্রির কাছাকাছি। 

Advertisement